প্রসঙ্গত এই বছরের ২৪ জানুয়ারি ‘বব বিশ্বাস’-ছবির শুটিং শুরু করেছিলেন অভিষেক। পরিচালক ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। বাবার ব্লকবাস্টার ছবির মতোই কলকাতা শহরের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে পুরো গল্প। প্রযোজক হিসেবে পাশে পেয়েছেন শাহরুখপত্নী গৌরি খানকে।
জানুয়ারি মাসের পর করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল ‘বব বিশ্বাস’ ছবির কাজ। করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিষেক নিজেও। করোনামুক্ত হওয়ার পর ডাবিংয়ের কাজগুলি সেরে ফেলেন৷ জানা গেছে,বুধবারের ছবির শ্যুটিং শোভাবাজার এলাকায় শেষ করেছেন অভিষেক। সম্প্রতি শ্যুটিংয়ের কিছু ছবি ভাইরালও হয়েছে৷ বব বিশ্বাসের সিরিয়াল কিলার হয়ে ওঠার কাহিনি দেখানো হবে এই ছবিতে ৷ এ ছাড়াও ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং ও বাংলা টেলিভিশনের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
advertisement
অভিষেক বচ্চনকে তাঁর পরবর্তী ছবি দ্য বিগ বুল -এ খুব শীঘ্রই দেখা যাবে৷ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার এ মুক্তি পাবে৷
Simli Dasgupta