TRENDING:

'বব বিশ্বাস' ছবির শ্যুটিংয়ে কলকাতায় অভিষেক ! শোভাবাজারে দেখা গেল তাঁকে

Last Updated:

অভিষেক বচ্চনকে তাঁর পরবর্তী ছবি দ্য বিগ বুল -এ খুব শীঘ্রই দেখা যাবে৷ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার এ মুক্তি পাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ‘নমস্কার আমি বব বিশ্বাস’ শান্ত স্বরে কথা বলা এই কোল্ড ব্লাডেড খুনিকে মনে আছে নিশ্চই? কাহানি ছবির এই চরিত্রটি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়৷ তবে এবার নতুন ‘বব বিশ্বাস’ - এর ভূমিকায় দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চনকে৷ আর সম্প্রতি এই ‘বব বিশ্বাস’ ছবির শ্যুটিং ফ্লোরে দেখা মিলল অভিষেক বচ্চনের৷  ফাটা কপাল , কুঁচকানো শার্ট, মোটা পাওয়ারের চশমা পড়ে অভিনেতা বেজায় ব্যস্ত৷
advertisement

প্রসঙ্গত এই বছরের ২৪ জানুয়ারি ‘বব বিশ্বাস’-ছবির শুটিং শুরু করেছিলেন অভিষেক। পরিচালক ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। বাবার ব্লকবাস্টার ছবির মতোই কলকাতা শহরের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে পুরো গল্প। প্রযোজক হিসেবে পাশে পেয়েছেন শাহরুখপত্নী গৌরি খানকে।

জানুয়ারি মাসের পর করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল ‘বব বিশ্বাস’ ছবির কাজ। করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিষেক নিজেও। করোনামুক্ত হওয়ার পর ডাবিংয়ের কাজগুলি সেরে ফেলেন৷ জানা গেছে,বুধবারের ছবির শ্যুটিং শোভাবাজার এলাকায় শেষ করেছেন অভিষেক। সম্প্রতি শ্যুটিংয়ের কিছু ছবি ভাইরালও হয়েছে৷ বব বিশ্বাসের সিরিয়াল কিলার হয়ে ওঠার কাহিনি দেখানো হবে এই ছবিতে ৷ এ ছাড়াও ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং ও বাংলা টেলিভিশনের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

advertisement

অভিষেক বচ্চনকে তাঁর পরবর্তী ছবি দ্য বিগ বুল -এ খুব শীঘ্রই দেখা যাবে৷ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার এ মুক্তি পাবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

Simli Dasgupta

বাংলা খবর/ খবর/বিনোদন/
'বব বিশ্বাস' ছবির শ্যুটিংয়ে কলকাতায় অভিষেক ! শোভাবাজারে দেখা গেল তাঁকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল