TRENDING:

Ranbir and Aaradhya : ‘বাবা’ ভেবে জড়িয়ে ধরেছিল শৈশবে, এখন বিশেষ নামে আরাধ্যা ডাকে রণবীরকে

Last Updated:

মজার বিষয় হল ছোট ছোট মেয়েদের নিয়ে। যাদের অতি পছন্দের তালিকায় উঠে এসেছিলেন রণবীর!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত প্রথম ছবি সাওয়ারিয়া (Saawariya)। এই ছবি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও অভিনেতা চর্চায় চলে আসেন। রণবীর ছিলেন খুদে আরাধ্যা বচ্চনের (Aradhya Bachchan) পছন্দের প্রথম তালিকাতেও ৷
advertisement

এক সাক্ষাৎকারে ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)  বলেছিলেন, “২০১৬ সালের মুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আমি আর রণবীর একসঙ্গে কাজ করেছি। সেই সময় থেকেই আরাধ্যা রণবীরকে ভীষণ পছন্দ করত। এই সব নিয়ে এমন কিছু ব্যবহার করে ফেলত, যা নিয়ে ও নিজেই লজ্জিত হয়ে পড়ত। একদিন আমি, হিরু আন্টি, রণবীর একসঙ্গে ছিলাম। রণবীর একটা জ্যাকেট ও টুপি পরেছিল। যেগুলো হুবহু আরাধ্যার বাবার জ্যাকেট আর টুপির মতো দেখতে। এমন সময় আরাধ্যা দৌড়ে এসে পেছন থেকে রণবীরকে বাবা বলে জড়িয়ে ধরে ফেলে, কিন্তু যখন আরাধ্যা বুঝতে পারে ওটা রণবীর, তখন ও খুব লজ্জা পেয়ে যায়, এই পুরো বিষয়টাই খুব মজার ছিল, অভিষেক আর আমি এটা নিয়ে মজাও করি আর আরাধ্যা লজ্জা পায়”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এখানেই শেষ নয়, ঐশ্বর্য বলেন, “আরাধ্যা কখনওই রণবীরকে ‘আঙ্কল’ বলাতে স্বচ্ছন্দ বোধ করে না। ছবির সেটে একবার আমি রণবীরের সঙ্গে আরাধ্যার পরিচয় করিয়েছিলাম। অমি বলেছিলাম ইনি রণবীর আঙ্কল । ও হয় তো বারদুয়েক আঙ্কল বলে সম্বোধন করেছিল কিন্তু তার পরে হঠাৎ নিজে থেকেই বলে ওঠে- আর কে! এর পর থেকে ও রণবীরকে ‘আর কে’ বলেই ডাকে। রণবীরের কথা উঠলে আরাধ্যা লজ্জা পায়। রণবীরের ‘তমাশা’ ছবির মটরগস্তি গানটি খুব পছন্দ করে আরাধ্যা। ওর চতুর্থ জন্মদিনে আমরা এই গানে পারফর্মও করি”!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir and Aaradhya : ‘বাবা’ ভেবে জড়িয়ে ধরেছিল শৈশবে, এখন বিশেষ নামে আরাধ্যা ডাকে রণবীরকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল