TRENDING:

আমির হারালেন আমিরেকই, ‘দঙ্গল’-এর ঝুলিতে ৩৪৫ কোটি !

Last Updated:

অন্য কারও রেকর্ড নয় ৷ আমির ভাঙলেন নিজের রেকর্ডই ৷ পিকে হারিয়ে এবার দঙ্গল জবরদস্ত৷ গত উইকএন্ডেই সাড়ে তিনশো কোটির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অন্য কারও রেকর্ড নয় ৷ আমির ভাঙলেন নিজের রেকর্ডই ৷ পিকে হারিয়ে এবার দঙ্গল জবরদস্ত৷ গত উইকএন্ডেই সাড়ে তিনশো কোটির ক্লাবে ঢুকে পড়ল আমিরের নতুন ছবি দঙ্গল ৷
advertisement

একেই বলে আমিরি দঙ্গল ! বক্স অসিফে এসেই, সব্বাইকে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন আমির খান ! কোথায় সুলতান ? তিনদিনেই একশো কোটির ক্লাবে ঢুকে রেকর্ড করে ফেললেন পর্দার মহাবীর সিং ফোগত !

নোট বাতিলের প্রভাব যে আমিরের ‘দঙ্গল’ ছবির বক্স অফিসে পড়বে না তা মোটামুটি স্পষ্ট ছবি মুক্তির প্রথম দিনেই ! ‘দঙ্গল’ ছবির ব্যবসা নিয়ে প্রাথমিক রিপোর্টে সামনে এল প্রথম দিনের প্রথম শোতে গোটা দেশে মোটামুটি ৬০-৭০ শতাংশ একেবারে ভর্তি ৷ শুক্র, শনি ও রবিবার মিলিয়ে প্রায় ৮০ শতাংশ এখনই বুকিং শেষ ৷ আমিরের ‘দঙ্গল’ ছবি মুক্তি পেয়েছ দেশের মোট ৪৩০০ স্ক্রিনে৷ তবে দঙ্গল নিয়ে বহু প্রত্যাশা থাকা সত্ত্বেও সলমন খানের প্রথম দিনের রেকর্ড ভাঙতে ব্যর্থ আমির খান ৷ সুলতান প্রথম দিনের কালেকশন ৩৬.৫৪ কোটি ৷ দঙ্গল প্রথম দিনের কালেকশনে সুলতানের থেকে পিছিয়ে ৷

advertisement

‘দঙ্গল’ ছবি মুক্তি পেয়েছ দেশের মোট ৪৩০০ স্ক্রিনে ৷ বিদেশে মুক্তি পেয়েছে ১০০০ স্ক্রিনে ৷ সুলতান দেশে মুক্তি পেয়েছিল ৫১০০ সক্রিনে ও বিদেশে ১১০০ স্ক্রিনে ৷ সুলতান ছবিটা তৈরি করতে যেখানে খরচ হয়েছিল আনুমানিক ৯০ কোটি সেখানে দঙ্গলের বাজেট ছিল ৭০ কোটি ৷

প্রথম উইকএন্ডে সুলতানের কালেকশন ছিল ১৮০ কোটি ৷ ২০১৬ সালে ব্যবসার দিক দিয়ে বলিউডে সবচেয়ে সফলতম ছবি হচ্ছে সুলতান ৷ দেশের বাজারে ৩০০.৪৫ কোটি টাকার ব্যবসা করেছিল সলমন খানের সুলতান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৩০ কোটির মার্ক প্রথম দিনেই ছুঁয়ে ফেলবে দঙ্গল বলে আশা করেছিলেন আমির অনুগামীরা ৷ কিন্তু অল্পের জন্য তা হাতছাড়া হয়ে যায় ৷ এর আগে আমির খানের ধুম ৩ প্রথম দিনে সংগ্রহ করেছিল ৩৬.২২ কোটি টাকা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমির হারালেন আমিরেকই, ‘দঙ্গল’-এর ঝুলিতে ৩৪৫ কোটি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল