TRENDING:

শহরে আমির খান, কলকাতার রাস্তায় ‘আমিরি দৌড়’

Last Updated:

আমিরি ম্যাজিকে মাতলো রবিবাসরীয় কলকাতা । লাল সিংহ চাড্ডা দৌড়ে দৌড়ে পৌছে যাচ্ছেন দেশের বিভিন্ন শহরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Debopriyo dutta majumder
advertisement

#কলকাতা: আমিরি ম্যাজিকে মাতলো রবিবাসরীয় কলকাতা । লাল সিংহ চাড্ডা দৌড়ে দৌড়ে পৌছে যাচ্ছেন দেশের বিভিন্ন শহরে। তবে কলকাতায় এসে শুধু হাওড়া ব্রিজে দৌড়ে চলে যাবেন আমির তা হয়। নেক্সট গন্তব্য ছিল আমহার্স্ট স্ট্রিটের সীতা রাম ঘোষ লেন। এখানেও ছুটছেন আমির।

খাস উত্তর কলকাতার ফ্লেভারে হলো পরের দফায় শুটিং। উত্তর কলকাতা মানেই পাড়া পাড়া একটা ব্যাপার। পাড়ার মা, কাকিমা, কাকু, জেঠু থেকে কচিকাঁচার ভিড় জমালো আমির খানকে দেখতে। শ্যুটিং এর ফাঁকে ভক্তদেরও সময় দিলেন আমির। কেউ হাত মেলালেন, কেউ জড়িয়ে ধরলেন। লাল সিং চাড্ডার দ্বিতীয় দফার শুটিংয়ে ধরা পড়লো টুকরো এমন কিছু ছবির কোলাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথম ডেস্টিনেশন ছিল হাওড়া ব্রিজ। প্রায় কাক ভোরেই সেখানে দেখা মিলেছিল আমির খানের। তবে মেক আপের বহর এমন চেনা খুব সহজ ছিল না, পথ চলতি মানুষ কেউ বা পারলো চিনতে কেউ আবার আপন খেয়াল হেঁটে চলে গেলেন। সবমিলিয়ে ছুটির দিনে আলোচনায় মিস্টার পারফেশনিস্ট।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শহরে আমির খান, কলকাতার রাস্তায় ‘আমিরি দৌড়’