বলিউডে নিরামিষ খাবার খাওয়াটা এখন একটা ট্রেন্ড৷ জন আব্রাহাম, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, কঙ্গনা রানাওয়াত, শাহিদ কাপুর, আর মাধবন, ধনুষ সব্বাই নিরামিষ খাবারের দিকেই ঢলেছেন ৷ তবে পেটা সেরার তালিকায় এই সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন আমির-অনুষ্কাই ৷ অনুষ্কার কথায়, ‘খাদ্যাভাসটা সুস্থ জীবনের পক্ষে অত্যন্ত জরুরী ৷ আপনি কীরকম লাইফ লিড করছেন, আপনার ভবিষ্যত জীবনটা কীরকম হবে, সবই নির্ভর করছে আপনার খাদ্যের উপর ৷ তাই প্রচুর শাক-সবজি ও জল খাওয়া দরকার ৷ তাহলেই সার্বিক সুস্থ জীবন পাওয়া যায় ৷ ’ আমির খান মনে করেন, ‘শাক-সবজি এমন অনেক কিছু দিতে পারে, যা আমিষ খাবার থেকে পাওয়া সম্ভব নয় ৷ তাই ফিট থাকতে নিরামিষ খাওয়াটা অত্যন্ত জরুরী ৷’ পেটা-র তরফ থেকে জানানো হয়, আমির ও অনুষ্কাই প্রমাণ নিরামিষ খেয়ে সুস্থ ও সুন্দর থাকা যায় ৷ তাই এবছরের সেরা নিরামিষাশী সেলেব্রিটি আমির-অনুষ্কাই !
advertisement