রবিবার অভিনেতার বাড়িতে পুলিশিহানা। একসঙ্গে প্রায় ২৫ জন পুলিশ আধিকারিক ঢোকেন অভিনেতার বাড়িতে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা কী কারণে অভিনেতার বাড়িতে হাজির হল এমন বিশাল পুলিশবাহিনী।
advertisement
আমিরের টিমের তরফে থেকে বলা হয়েছে, ”একটা আইপিএস দল আমিরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, সেই কারণে অভিনেতা তাঁদের বাড়িতে ডাকেন।” তবে এবারের সাক্ষাৎ কোনও নতুন ছবির সঙ্গে জড়িত কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন: ‘আমি অনাথ, টিকিট নেই, আপনার সঙ্গে নিন’, ট্রেনে উঠে কোথায় গেল বাংলার মেয়ে? নাসিক থেকে এল বড় খবর!
ঠিক কী কারণে আইপিএস অফিসারদের এহেন আচমকা ‘অভিযান’? এপ্রসঙ্গে যাবতীয় ‘জল্পনা-থিওরি’ উড়িয়ে বলিউড তারকার টিমের তরফে জানানো হল, ”আসলে ট্রেনি আইপিএস অফিসারদের একটি ব্যাচ আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। অভিনেতার সঙ্গে একটিবার সাক্ষাতের জন্য তাঁদের তরফেই অনুরোধ আসে। আর নিজের বাড়িতে তাঁদের আপ্যায়ণ করতে পেরে আমিরও বেজায় খুশি।” অতঃপর অভিনেতা যে কোনওরকম আইনি বিপাকে জড়াননি, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বিবৃতিতে।