TRENDING:

ঘর থেকে উদ্ধার হল ২৮ বছরের মহিলা পরিচালকের মৃতদেহ! কারণ অজানা

Last Updated:

সোমবার সকালে কেরলের তিরুঅনন্তপুরুমে তাঁর বাড়ি থেকে নয়না সুরয়ানের দেহ উদ্ধার করে পুলিশ ৷ কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম: নিজের বাড়ি থেকেই উদ্ধার হল মালায়ালম ছবির তরুণী পরিচালকের মৃতদেহ ৷ সোমবার সকালে কেরলের তিরুঅনন্তপুরুমে তাঁর বাড়ি থেকে নয়না সুরয়ানের দেহ উদ্ধার করে পুলিশ ৷ কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি ৷ অটপসি রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান ৷
advertisement

২৮ বছরের নয়না বেশকিছু ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন ৷ জনপ্রিয় পরিচালক লেনিন রাজেন্দ্রন, কমল, জিঠু জোসেফ, ডঃ বিজুর সঙ্গেও কাজ করেছিলেন নয়না ৷ পাশাপাশি নিজেও ছবি পরিচালনা করেছেন ৷ ২০১৭-য় ‘ক্রসওয়র্ড’ ছবিটি পরিচালনা করেছিলেন নয়না ৷ বেশকিছু স্টেজ শো আর বিজ্ঞাপনের ছবিও পরিচালনা করেছেন তিনি ৷

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সুগারের চিকিৎসা করাচ্ছিলেন তিনি ৷ ওই অ্যাপার্টমেন্টে একাই থাকতেন নয়না ৷ এদিন তাঁর ফোনে বহুবার কল করে উত্তর না পেয়ে নয়নার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁর মা ৷ এরপরেই নয়নার বন্ধুরা ফ্ল্যাটে ঢুকে বেডরুম থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়নার ঘনিষ্ঠদের দাবি, গত ১৪ জানুয়ারি পরিচালক লেনিনের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন নয়না ৷ লেনিনের ছবি দিয়েই সহকারী পরিচালকের ভূমিকায় ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন নয়না ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘর থেকে উদ্ধার হল ২৮ বছরের মহিলা পরিচালকের মৃতদেহ! কারণ অজানা