সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এক মহিলা একজন ব্যক্তিকে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। ভাল করে দেখলে বোঝা যাবে সেই ব্যক্তিই তাঁকে খারাপ ভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা সরব হয়ে উঠেছেন।
আরও পড়ুন: ‘বাবলি’ হওয়ার আগে ইউভানের সঙ্গে একী করছেন শুভশ্রী! ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া
advertisement
তাঁর এই সাহসী পদক্ষেপের জন্য অনেকেই তাঁকে বাহবা দিয়েছেন। অন্যায় সহ্য করে চুপ না থেকে তিনি প্রতিবাদ করেছেন তা দেখেই সকলের ভাল লেগেছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সবটা জানান।
আরও পড়ুন: শ্রীলঙ্কার সৈকতে বিকিনিতে পার্নো! তাঁর সফর সঙ্গী কে? জানলে চমকে উঠবেন
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি আমাকে খারাপভাবে স্পর্শ করতে চেষ্টা করেছিলেন। আসলে তিনি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছিলেন। কিন্তু আমি এই বিষয়টা মেনে নিইনি। সঙ্গে সঙ্গেই তাঁকে হাতেনাতে ধরি। সে দৌড়াতে শুরু করে, কিন্তু আমি তাঁকে পালাতে দিইনি। প্রতিবাদ হয়তো করেছিলাম কিন্তু এমন মানুষদের মাঝে থাকতে আমার খুব অস্বস্তি হয়।’ ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই ঘটনা দেখে সেই ব্যক্তির নামে থানায় অভিযোগ করা হয়। তবে পুলিশ এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।