TRENDING:

শীতের কলকাতা ও অঞ্জন দত্ত, এক অজানা সফরে নিয়ে যাবে বলো অঞ্জন

Last Updated:

তিনি ফেসবুক পোস্টেই বিস্তারিত লিখেছেন, চলো অঞ্জনের আদল হলেও এটি একেবারেই অন্য রকম ভাবে বানানো। একে ছবি, ডকু-ফিচার, ভিডিও ইন্টারভিউ যা খুশি বলতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শীতের কলকাতা মানে শহরটা পাল্টে যাওয়া৷ আদুরে হয়ে ওঠা তিলোত্তমার দিকে এক বার নজর ফিরিয়ে দেখলে কেমন যেন অচেনা ঠেকে অনেকেরই৷ শহরের রূপ যেন পাল্টে যায়৷ আসে ক্রিস্টমাস, ইংরাজি বর্ষশেষ, পার্কস্ট্রিট হয় কলকাতার প্রেয়সী৷ সেই শীতের মরশুমেই এক অনন্য নিবেদন মুক্তি পেল ইন্টারনেট মাধ্যমে৷ ‘বলো অঞ্জন’, দেবর্ষি বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা ও পরিচালনায় কলকাতাকে বুকে নিয়ে চলা অভিনেতা, সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, নাট্যপরিচালক অঞ্জন দত্ত বললেন তাঁর জীবনের কথা৷ শীতের কলকাতায় যেন নস্ট্যালজিক হল মন৷
advertisement

এই বলো অঞ্জন ছবির পরিচালক দেবর্ষি ফেসবুকে লিখেছেন, ‘‘ফাইনালি রিলিজ করছে বলো অঞ্জন। অঞ্জন দত্তর সাথে আমার তথা আমার প্রজন্মের এনকাউন্টার।’’ এই এনকাউন্টার শব্দটিই নতুন মাত্রা দান করেছে এই ছবিকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি ফেসবুক পোস্টেই বিস্তারিত লিখেছেন, ‘চলো অঞ্জনের আদল হলেও এটি একেবারেই অন্য রকম ভাবে বানানো। একে ছবি, ডকু-ফিচার, ভিডিও ইন্টারভিউ যা খুশি বলতে পারেন। ক্যামেরা করেছে দেবপ্রিয়, কো-অর্ডিনেট করেছে উষ্ণক আর এডিট করেছে আদিত্য। পোস্টার করে দিয়েছেন হিরণদা এক কথায়, ইন্টারভিউও দিয়েছেন। এরা ছাড়া কাজটি হত না।’ এই ছবি সব মিলিয়ে এক নতুন করে এক ইতিহাসকে ধরার চেষ্টা বলা যেতে পারে৷ বলা যেতে পারে দুই প্রজন্মের এক গেরিলা যুদ্ধ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শীতের কলকাতা ও অঞ্জন দত্ত, এক অজানা সফরে নিয়ে যাবে বলো অঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল