দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলর এবং গান। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। থ্রিলার ভিত্তিক এই ছবিতে উঠে আসবে ছোট্ট একটি মেয়ের আত্মহত্যার পিছনের গল্প। ছবিতে দেখা যাবে, সাত বছরের মেয়ে অন্তরা, বাড়ির সকলের অনুপস্থিতিতে বেছে নিয়েছে আত্মহননের পথ। তবে আত্মহত্যা করার আগে সে খাতার সাদা পাতায় লিখে যায়, বাবা তাকে মেরেছে, বাবা খুব খারাপ। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ অন্তরার বাবা অরিত্র গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। সরকারি পক্ষের উকিল অরিত্রর শাস্তির ব্যবস্থা করে।ছবিতে উকিলের চরিত্রে রয়েছেন দেবলীনা। ছবিতে উঠে আসে পারিবারিক অসামঞ্জস্যের গল্পও। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। তবে কঠিন বাস্তবের রূপও উঠে আসে।
advertisement
জীবনের এই কঠিন বাস্তবকে নিয়ে তৈরি হয়েছে ‘কিশলয়’ এর চিত্রনাট্য। শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে দেখা যাবে অন্তরার ভূমিকায়। ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত মিত্র ও সুরাজ নাগ। ছবি প্রযোজনায় আরণ্যক বন্দ্যোপাধ্যায়।'আরণ্যক ফিল্মস' প্রোডাকশন-এর ব্যানারে তৈরি ছবি 'কিশলয়' কতটা সামাজিক বার্তা দিতে পারবে তা জানতে হলে দেখতেই হবে এই ছবি।
ARUNIMA DEY