TRENDING:

Tollywood| Cinema|| পড়াশোনার চাপে হারিয়ে যাওয়া শৈশবের গল্প নিয়ে আসছে 'কিশলয়'

Last Updated:

Bengali Movie Kishalay Coming Soon: দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলর এবং গান। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে সকলেই ছুটে  বেড়াচ্ছে। প্রত্যেক পরিবারই চায় তাদের সন্তান  পড়াশোনা করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই কারণে শিশুদের শৈশবটা হারিয়ে যাচ্ছেন। পাড়ায় সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলার সময় নেই তাদের। বদলে অভিভাবকরা সন্তানকে পড়াশোনার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকেন। এর ফলে তারা শিশুকে প্রতিযোগিতার মুখে ঠেলে দেন। পরিবারের কাছে পরীক্ষার নম্বরটা এতটাই গুরুত্ব পায় যে, দিনে দিনে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে শিশুরা। কিন্তু প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে পরীক্ষার নম্বরটাই কি সব কিছু? এমনই একটি বাস্তব সমস্যা নিয়ে ১৯ শে নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আতিউল ইসলামের  ছবি ‘কিশলয়’। বেশ কিছু কঠিন প্রশ্ন তুলবে এই ছবি।
advertisement

দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলর এবং গান। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, বিবেক ত্রিবেদী, দেবরাজ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। থ্রিলার ভিত্তিক এই ছবিতে উঠে আসবে ছোট্ট একটি মেয়ের আত্মহত্যার পিছনের গল্প। ছবিতে দেখা যাবে, সাত বছরের মেয়ে অন্তরা, বাড়ির সকলের অনুপস্থিতিতে বেছে নিয়েছে আত্মহননের পথ। তবে আত্মহত্যা করার আগে সে খাতার সাদা পাতায় লিখে যায়, বাবা তাকে মেরেছে, বাবা খুব খারাপ। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ অন্তরার বাবা অরিত্র গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। সরকারি পক্ষের উকিল অরিত্রর শাস্তির ব্যবস্থা করে।ছবিতে উকিলের চরিত্রে রয়েছেন দেবলীনা। ছবিতে উঠে আসে পারিবারিক অসামঞ্জস্যের গল্পও। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। তবে কঠিন বাস্তবের রূপও উঠে আসে।

advertisement

জীবনের এই কঠিন বাস্তবকে নিয়ে তৈরি হয়েছে ‘কিশলয়’ এর চিত্রনাট্য। শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে দেখা যাবে অন্তরার ভূমিকায়। ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত মিত্র ও সুরাজ নাগ। ছবি প্রযোজনায় আরণ্যক বন্দ্যোপাধ্যায়।'আরণ্যক ফিল্মস' প্রোডাকশন-এর ব্যানারে তৈরি ছবি 'কিশলয়' কতটা সামাজিক বার্তা দিতে পারবে তা জানতে হলে দেখতেই হবে এই ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তিনটি উপাচারে পুজো হয় জাগ্রত এই কালী মন্দিরে, কোথায় আছে এই মন্দির জানেন?
আরও দেখুন

ARUNIMA DEY

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood| Cinema|| পড়াশোনার চাপে হারিয়ে যাওয়া শৈশবের গল্প নিয়ে আসছে 'কিশলয়'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল