অভিযোগ, ‘বিগ বস’ জয়ী এলভিশ যাদব এবং তাঁর সঙ্গীরা মাদক পার্টিতে মাদকদ্রব্য হিসেবে সাপের বিষ সরবরাহ করত। এই ঘটনায় ৬ জন মাদকপাচারকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ এলভিশ যাদবের নামও রয়েছে।
সেক্টর ৫১-এ স্যাফরন ভেন্ডিং ভিলায় একটি মাদক পার্টি সংক্রান্ত তথ্য এসেছিল পুলিশের হাতে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ এবং বন দফতর। ফলে পুলিশ এবং বন দফতরের একটি দল যৌথ ভাবে অভিযান চালায় সেখানে। সেই তল্লাশি অভিযানেই বিষাক্ত সাপ চোরাচালানকারী একটি চক্রকে হাতেনাতে ধরা হয়েছে। আর ওই চোরাচালানকারীদের মধ্যে নাম রয়েছে ‘বিগ বস’ খ্যাত এলভিশ যাদবেরও।
advertisement
আরও পড়ুন: কিনতেন সাপ, সাপের বিষ! FIR-এ বিগ বস জয়ীর নাম, কী করতেন এসব নিয়ে, শিউরে ওঠা তথ্য
জানা গিয়েছে, ওই চক্রটি বিভিন্ন পার্টিতে সাপের বিষ সরবরাহ করত। আর এর জন্য মোটা টাকা দাবি করত তারা। বন দফতরের দলটি ৬ চোরাচালানকারীকে হাতেনাতে ধরেছে। এখানেই শেষ নয়, অভিযুক্তদের কাছ থেকে ২০ থেকে ২৫ মিলিলিটার বিষও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ৯টি বিষধর সাপও উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৫টি গোখরো সাপ, দু’টি দু’মুখো সাপ, একটি রেড স্নেক এবং একটি অজগর। ১৯৭২ সালের বন্যপ্রাণ রক্ষা আইনের আওতায় বন দফতর মামলা দায়ের করেছে।
আসলে এই তথ্য পুলিশ এবং বন দফতরের হাতে তুলে দিয়েছিল পিএফএ। প্রসঙ্গত এই সংগঠনটি পরিচালনা করেন বিজেপি সাংসদ মানেকা গান্ধী। পিএফএ-র তরফে দাবি করা হয়েছিল যে, নয়ডার বিভিন্ন মাদক পার্টি মাদক হিসেবে সাপের বিষ সেবন করা হচ্ছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, ইউটিউবার এলভিশ যাদব এই ধরনের মাদক পার্টিতে ভিডিও শ্যুট করেন। এছাড়াও এই ধরনের পার্টিতে অংশগ্রহণের জন্য বিদেশি মহিলাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।
