প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত নন্দন ১, ২ এবং ৩ হলে প্রদর্শিত হল বাংলাদেশি চলচ্চিত্র। এবারের উৎসবের মূল আকর্ষণ হল ও-পার বাংলার ২০টি ছবি। এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ফাখরুল আরেফিন খানের তিনটি ছবি – ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ এবং ‘অবিনশ্বর’।
আরও পড়ুন-রাশিফল ৩১ জুলাই থেকে ৬ অগাস্ট: দেখে নিন কেমন যাবে সপ্তাহ
advertisement
‘গণ্ডি’ ছবির গল্প আবর্তিত হয় দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তাঁদের আলাপ হয় এবং নিজেদের মতো করে বাঁচার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় তাঁদের পরিবার। রোম্যান্টিক কমেডি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এ-পার বাংলার সব্যসাচী চক্রবর্তী এবং বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়া থাকবেন মহম্মদ বারি, অপর্ণা ঘোষ, মজনুন মিজান, শুভাশিস ভৌমিক এবং পায়েল মুখোপাধ্যায়।
আবার ‘জেকে-১৯৭১’ ছবিটির প্রেক্ষাপটে রয়েছে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের বিমানবন্দরের একটি ঘটনা। আসলে ওই দিন প্যারিসের ওলি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করেন জ্যঁ কুয়ে নামে এক ফরাসি তরুণ। তিনি দাবি করেছিলেন যে, যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের শরণার্থী শিশুদের চিকিৎসার জন্য ২০ টন ওষুধ বিমানে তুলে দিতে হবে। সেটা করা হলেই বিমান আরোহীদের মুক্ত করে দেওয়ার আশ্বাস দেন ওই তরুণ। এই ছবিতে অভিনয় করেছেন শুভ্র সৌরভ দাস, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রজিৎ মজুমদার, মৌমিতা পাল, শ্রেয়া ভট্টাচার্য এবং অভিষেক সিং প্রমুখরা।
আর ফাখরুল আরেফিন খানের তৃতীয় ছবি ‘অবিনশ্বর’-এর গল্প আবর্তিত হয়েছে ভাষা আন্দোলনের রূপকার শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াইয়ের উপর। প্রসঙ্গত ঋত্বিক ঘটকের বোন প্রতীতির সঙ্গে বিবাহ হয়েছিল ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র সঞ্জীব দত্তের। আবার সম্পর্কে যিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দাদুও বটে।
JK 1971
অভিনয়ে
শুভ্র সৌরভ দাস- ফরাসি হাইজ্যাকার
সব্যসাচী চক্রবর্তী- পাইলট
ইন্দ্রিজিত মজুমদার- পাকিস্তানি পেইন্টার
মৌমিতা পাল- এয়ার প্যাসেঞ্জার
শ্রেয়া ভট্টাচার্য- এয়ার হোস্টেস
অভিষেক সিং- ফার্স্ট অফিসার, কো পাইলট
অবিনশ্বর
অভিনয়ে
সৌম্য সেনগুপ্ত
মৌমিতা পাল
এই উৎসবের প্রসঙ্গে স্বয়ং পরিচালক ফাখরুল আরেফিন খান জানান যে, “এই বিষয়টা আমার জন্য অত্যন্ত আনন্দের। আর আমার আশা দর্শকরা আমাদের এই সমস্ত কাজ পছন্দ করবেন এবং সাদরে গ্রহণও করবেন।”