TRENDING:

Viral Promo: ওজনদার প্রেমের গল্প! ৩৪ পাত্রের প্রত্যাখ্যান, সোহাগের বিশ্বাস শরীর নয় মনকে ভালবাসবে মনের মানুষ, আসছে সোহাগ চাঁদ

Last Updated:

Sohag Chand: কালার্স বাংলার নতুন ধারাবাহিক সোহাগ চাঁদ, নাম ভূমিকায় অণ্বেষা চক্রবর্তী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কালার্স বাংলার প্রাইম টাইম কাঁপাতে আসছে নতুন গল্প, প্রতিপক্ষের জন্য বড় অস্ত্র শানাচ্ছে কালার্স বাংলা ৷ যদিও এখনও চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের লঞ্চ ডেট বা টাইম ব্যান্ড ঘোষণা করা হয়নি তবেও ধরে নেওয়া হচ্ছে যে প্রাইম টাইমে ঝড় তুলবে নতুন ধারাবাহিক ৷ প্রোমোতেই তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া নায়িকা নিজেই জানিয়েছেন বহু পাত্র তাঁকে প্রত্যাখ্যান করেছেন কেননা তাঁর ওজন বেশি বলে ৷ ক্রমবর্ধমান চাহিদার সামনে এক বৈষম্যের শিকার হয়েছেন সোহাগ ৷
কালার্স বাংলার নতুন ধারাবাহিক সোহাগ চাঁদ, নাম ভূমিকায় অণ্বেষা চক্রবর্তী ৷
কালার্স বাংলার নতুন ধারাবাহিক সোহাগ চাঁদ, নাম ভূমিকায় অণ্বেষা চক্রবর্তী ৷
advertisement

কেননা ৩৪ জন পাত্রপক্ষ তাঁকে বাতিল করেছে ৷ বাড়র বউ হওয়ার মত, সংসারের কর্তী হওয়ার জন্য একট মেয়ের সমস্ত গুণ থাকার পরেও বা পরিপূরক হওয়ার পরেও বারেবারে পাত্রপক্ষের সামনে অপমানিত হতে হয়েছে ৷ একজন ভাল পাত্রীর মধ্যে সাধারণত কী গুণ দেখতে পাওয়া যায়? শিক্ষাদীক্ষা, বোধবুদ্ধি ঘরে বাইরে সমান তালে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ৷ তিনি কোনও রাজকুমারী নন, আকাশের পরীও নন, সবার ঘরের মেয়ে সোহাগ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাই ৩৪ জন পাত্রপক্ষ বাতিল করলেও সোহাগ দৃঢ় বিশ্বাসী যে এমন কেউ আছে যে তাঁর ওজন দেখবেনা দেখবে মন ৷ এই নিয়েই কালার্স বাংলার নতুন ধারাবাহিক সোহাগ চাঁদ ৷ এই নতুন কাহিনির প্রোমো আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ সবাই অপেক্ষা করছে কেননা সোহাগ আসছেন তাঁর দিলদরিয়া ওজনদার প্রেমের গল্প নিয়ে ৷ সোহাগের চরিত্রে অভিনয় করছেন অণ্বেষা চক্রবর্তী ৷ সোহাগ কবে? কীভাবে তাঁর চাঁদের দেখা পাবেন? কীভাবেই বা হবে প্রেমের ষোলোকলা পূর্ণ সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন এটাই ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Promo: ওজনদার প্রেমের গল্প! ৩৪ পাত্রের প্রত্যাখ্যান, সোহাগের বিশ্বাস শরীর নয় মনকে ভালবাসবে মনের মানুষ, আসছে সোহাগ চাঁদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল