কেননা ৩৪ জন পাত্রপক্ষ তাঁকে বাতিল করেছে ৷ বাড়র বউ হওয়ার মত, সংসারের কর্তী হওয়ার জন্য একট মেয়ের সমস্ত গুণ থাকার পরেও বা পরিপূরক হওয়ার পরেও বারেবারে পাত্রপক্ষের সামনে অপমানিত হতে হয়েছে ৷ একজন ভাল পাত্রীর মধ্যে সাধারণত কী গুণ দেখতে পাওয়া যায়? শিক্ষাদীক্ষা, বোধবুদ্ধি ঘরে বাইরে সমান তালে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ৷ তিনি কোনও রাজকুমারী নন, আকাশের পরীও নন, সবার ঘরের মেয়ে সোহাগ ৷
advertisement
তাই ৩৪ জন পাত্রপক্ষ বাতিল করলেও সোহাগ দৃঢ় বিশ্বাসী যে এমন কেউ আছে যে তাঁর ওজন দেখবেনা দেখবে মন ৷ এই নিয়েই কালার্স বাংলার নতুন ধারাবাহিক সোহাগ চাঁদ ৷ এই নতুন কাহিনির প্রোমো আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ সবাই অপেক্ষা করছে কেননা সোহাগ আসছেন তাঁর দিলদরিয়া ওজনদার প্রেমের গল্প নিয়ে ৷ সোহাগের চরিত্রে অভিনয় করছেন অণ্বেষা চক্রবর্তী ৷ সোহাগ কবে? কীভাবে তাঁর চাঁদের দেখা পাবেন? কীভাবেই বা হবে প্রেমের ষোলোকলা পূর্ণ সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন এটাই ৷