TRENDING:

‘Open secret’ : যৌনকর্মী, এক দল পড়ুয়া আর ক্যামেরার চোখ !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অন্ধকার এঁদো গলি ৷ গলির বাঁক ফিরতেই দাঁড়িয়ে তাঁরা ! ‘তাঁরা’ সমাজের মূল স্রোতের বাইরে ৷ পতিতাপল্লীর মানুষ ৷ যৌনকর্মী আর চলতি কথায় বেশ্যা ! এই মানুষদের জীবন-যাপন কেমন? কীভাবে কাটে তাঁদের প্রত্যহ? তাঁরাও কী স্বপ্নও দেখে? আমরাও বা তাঁদের কী চোখে দেখব?
advertisement

এই সবই উত্তর খুঁজতে একদল পড়ুয়া কাঁধে ক্যামেরা নিয়ে ছুটল পতিতাপল্লীর এঁদো, অন্ধকার গলিতে ৷ ক্যামেরার চোখ দিয়ে ধরতে চেষ্টা করল, যৌনকর্মীদের ‘অন্যরকম’ জীবন ৷ আর তখনই তাল কাটল !

ঠিক এরকমই গল্পের বাঁধন নিয়ে সিনেমার দুনিয়ায় সদ্য পা রাখা পরিচালক সৌমদীপ ঘোষ চৌধুরী তৈরি করে ফেলেছেন আদ্যপান্ত একটি ছবি ৷ নাম ‘দ্য ওপেন সিক্রেট’ ৷ পরিচালক সৌমদীপের কথায়, ‘এই ছবি একেবারে অন্য অভিজ্ঞতা ৷ পতিতাপল্লী নিয়ে আমাদের এতদিনের যে ভাবনা, মগজে থাকা যে ছবি, তা বদলে দেবে এই ওপেন সিক্রেট এটা বলতে পারি৷’

advertisement

সৌমদীপের ওপেন সিক্রেট ছবির প্রযোজনা করেছেন মার্কিন মহিলা মোনিকা মোহনট ৷ অভিনয় করেছেন দেবপ্রসাদ হালদার, সঞ্চয়ন বেড়া, মৌলিকা সজওয়াল, শাহির রাজ, ঋজুলা রায়, সম্রাজ্ঞী চৌধুরী, দ্বীপান্বিতা সেনের মতো এক ঝাঁক নতুন অভিনেতারা ৷ তবে এই অভিনেতারা ছাড়াও ‘ওপেন সিক্রেটে’ নিজেদের গল্প নিজেরাই বলেছেন সোনাগাছির কয়েকজন যৌনকর্মীও ৷ ২৪তম কলকাতা চলচ্চিত্র উৎসবেই দেখানো হবে এই ছবি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘Open secret’ : যৌনকর্মী, এক দল পড়ুয়া আর ক্যামেরার চোখ !