TRENDING:

বাজার কাঁপাচ্ছে 'কালা চশমা', এমন হিট গান লিখেছিল ১৫ বছরের ছেলে! এখন তিনি পুলিশে

Last Updated:

Kala Chasma: অনেকেই এখন এই গানে নাচের ভিডিও প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। সেই কালা চশমা কার লেখা জানেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১৬ সালে ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত 'বার বার দেখো'-সিনেমার 'কালা চশমা' গানটি সুপারহিট হয়েছিল। সেই সিনেমা আবার বাজার কাঁপাচ্ছে। সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ, অনেকেই এই গানে নাচছেন। একের পর এক ভিডিও এবং রিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে।
advertisement

এই রিল এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সম্প্রতি 'দ্য কুইক স্টাইল' নামের একটি নাচের দল একটি বিয়েতে এই গানে নাচ পরিবেশন করেছে। গানে তালে নাচের মুভস ছিল অসাধারণ। সেই ভিডিও এখন ইন্টারনেটে কাঁপাচ্ছে। গানের মতো এই ডান্স গ্রুপের পারফরম্যান্স ভিডিওগুলোও লাখ লাখ ভিউ পাচ্ছে।

আরও পড়ুন-গণপতি বিসর্জনে সোনু, রিয়েলিটি শোয়ের সেটে মাধুরী... পাপারাৎজিদের ফ্রেমবন্দি বলি-তারকারা, দেখুন

advertisement

কিন্তু জানেন কি 'কালা চশমা' কে লিখেছেন? এই গানটি মূলত নয়ের দশকের পাঞ্জাবি গান। হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, কাপুরথালায় পাঞ্জাব পুলিশের হেড কনস্টেবল আমরিক সিং শেরাও এই গানের লেখক।

অমরিক সিং শেরা এই গানটি লিখেছিলেন ১৯৯০ সালে। তিনি জলন্ধরের কাছে তালওয়ান্দি চৌধরিয়ান গ্রামের বাসিন্দা। এখন তাঁর বয়স ৪৩ বছর। এত বছর পর তাঁর গান যে চলচ্চিত্রে আসবে, তা তিনি ভাবতে পারেননি।

advertisement

২০১৬ সালে দেওয়া একটি সাক্ষাত্কারে অমরিক বলেছিলেন, "২ মাস আগে আমি আমার এক বন্ধুর কাছ থেকে ফোন পাই। একটি চ্যানেলে 'কালা চশমা' চালানো হচ্ছে বলে জানায় ও। দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম।"

প্রতিবেদনে বলা হয়েছে, আমরিক সিং শেরা চুক্তিতে স্বাক্ষর করে গানটির জন্য মাত্র ১১ হাজার টাকা পান। তিনি দাবি করেছেন, জলন্ধরের অ্যাঞ্জেল রেকর্ড কোম্পানি অন্য গানের জন্য চার মাস আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল।

advertisement

তিনি বলেন, “আমাকে বলা হয়েছিল একটি সিমেন্ট ফার্মের উদ্বোধনের জন্য মুম্বই-ভিত্তিক একটি কোম্পানির আমার গান দরকার। সিমেন্ট কোম্পানির নাম জানি না। এই গানটি যে কোনও ছবিতে থাকবে তা আমাকে কেউ বলেনি।“

আরও পড়ুন- অভিনেতা খাচ্ছেন সর্ষে ইলিশ-কষা মাংস-মোচা ঘন্ট, কব্জি ডুবিয়ে ভুরি ভোজের ছবি জনপ্রিয় নায়কের

অমরিক সিং বলছিলেন, "ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই আমাকে মুম্বইতে ডাকেনি। মিউজিক লঞ্চ বা ছবির প্রদর্শনীর সময়ও ডাকা হয়নি। আমি সেখানে গিয়ে সবাইকে বলতে চেয়েছিলাম, পঞ্জাবের একটি ছোট গ্রামের একজন লোক গানটি লিখেছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অমরিক সিং যখন এই গানটি লিখেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। সেই সময় তিনি নবম শ্রেণীতে পড়তেন। তিনি বলেছেন, তাঁর লেখা গানগুলো প্রকাশের জন্য সেই সময় অনেক গায়ক তাঁর কাছে গিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাজার কাঁপাচ্ছে 'কালা চশমা', এমন হিট গান লিখেছিল ১৫ বছরের ছেলে! এখন তিনি পুলিশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল