TRENDING:

Nirmala Sitharaman in Metro: মেট্রোর কামরায় অর্থমন্ত্রী নির্মলা, মহিলা যাত্রী যা করলেন, দেখে তাজ্জব সবাই!

Last Updated:

নির্মলা সীতারমণের এই জনসংযোগ পর্বের মধ্যেই একটি ঘটনা ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে নির্মলা সীতারমণ নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তিনি নিজে প্রার্থী হননি৷ কিন্তু ভোটে দলের হয়ে প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দিল্লিতে মেট্রো সফর করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আর অর্থমন্ত্রীর সেই মেট্রো সফরের সময়ই ছোট্ট একটি ঘটনা এখন সমাজমাধ্যমে ভাইরাল৷ সৌজন্যে ওই মেট্রো ট্রেনেই থাকা এক মহিলাযাত্রী৷
মেট্রোর কামরায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
মেট্রোর কামরায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
advertisement

গতকাল দিল্লির লক্ষ্মী নগর থেকে মেট্রোয় ওঠেন সীতারমণ৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই মেট্রো সফর করছেন সীতারমণ৷ যাত্রার ফাঁকে মেট্রোয় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি৷ বিকশিত ভারত গড়ে তোলার যে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করছেন, মেট্রো যাত্রীদের সঙ্গে কথা বলার সময় সেকথা শোনা যায় অর্থমন্ত্রীর মুখেও৷

advertisement

আরও পড়ুন:  ‘ভিটেহারা’ হবেন খোদ জেলাশাসক? বাংলো নিলামে তুলতে বলল আদালত, বর্ধমানে শোরগোল

কিন্তু নির্মলা সীতারমণের এই জনসংযোগ পর্বের মধ্যেই একটি ঘটনা ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে নির্মলা সীতারমণ নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন৷ তারই মধ্যে দিয়ে ভিড় এড়িয়ে একজন মহিলা যাত্রী এগিয়ে আসছেন৷ নির্মলা সীতারমণের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই অর্থমন্ত্রীর কাঁধে টোকা দিয়ে তাঁকে ডাকেন ওই মহিলা৷ ওই যাত্রী যে আচমকা অর্থমন্ত্রীকে গায়ে হাত দিয়ে ডাকবেন, তা সীতারমণের নিরাপত্তারক্ষীরাও আঁচ করতে পারেননি৷ মহিলার হাবভাব দেখে মনে হয়েছে, অর্থমন্ত্রীর মতো ভিভিআইপি-র সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্ব, তা নিয়ে একেবারেই ভাবিত নন তিনি৷

advertisement

ওই মহিলা যাত্রীর হাত দিয়ে টোকা দিতেই তাঁর দিকে ঘোরেন নির্মলা৷ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে হেসে হাত নাড়ান ওই মহিলা৷ পাল্টা সৌজন্য হিসেবে নির্মলা সীতারমণও তাঁকে দেখে হাসেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

তবে নির্মলা সীতারমণের এই মেট্রো সফর নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট ব্যবহারকারীরা৷ অনেকেই যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ তাঁর এই মেট্রো সফরকে ভোটের সময়ের নাটক বলে কটাক্ষ করতেও ছাড়েননি৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Nirmala Sitharaman in Metro: মেট্রোর কামরায় অর্থমন্ত্রী নির্মলা, মহিলা যাত্রী যা করলেন, দেখে তাজ্জব সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল