শেষ পাওয়া আপডেট অনুযায়ী বাংলায় তৃণমূল -১৮, বিজেপি ৩ ,কংগ্রেস ১ -টি আসনে এগিয়ে। তৃণমূল এখনও পর্যন্ত ভোট পেয়েছে ৪৫.৫৫ শতাংশ। বিজেপি পেয়েছে ৩৫.৭১ শতাংশ ভোট। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে। ৪৯৯২০ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: চলছে ভোট গণনা, পিছিয়ে দিলীপ ঘোষ, অনেক এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখে নিন লাইভ আপডেট
advertisement
দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে পিছিয়ে দিলীপ ঘোষ। এগিয়ে রয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ। যাদবপুরে ১৭৭৭ ভোটে এগিয়ে সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূলের মালা রায়। ১২৪৯১ ভোটে এগিয়ে মালা রায়। ব্যারাকপুরে এগিয়ে পার্থ ভৌমিক, পিছিয়ে অর্জুন সিং।
আসানসোল কেন্দ্রে বিজেপির অগ্নিমিত্রা পাল নিকটতম প্রার্থী জুন মালিয়ার থেকে এগিয়ে ১৮৬৩ ভোটে। মালদহ দক্ষিণে ৫২৪০ ভোটে এগিয়ে বিজেপি। বোলপুরে এগিয়ে তৃণমূল। ৩৯৩৯ ভোটে এগিয়ে তৃণমূল। মালদহ উত্তরে কংগ্রেসের ইশা খান চৌধুরী এগিয়ে। ৩৪১৯ ভোটে এগিয়ে মালদহ উত্তরে কংগ্রেস। কোচবিহারে পিছিয়ে নিশীথ প্রামাণিক। কোচবিহারে তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া এগিয়ে রয়েছেন ৫৫২৯ ভোটে। ৯৯৯ ভোট এ এগিয়ে সুজাতা মণ্ডল।