এ রাজ্যের ৪২ আসনে ভোট হয়েছে। এরমধ্যে অন্যতম দুই হাইভোল্টেজ কেন্দ্র কাঁথি, তমলুক। লড়াই ত্রিমুখী হলেও আসলে লড়াইটা দুই ফুলের। প্রেস্টিজ ফাইট বলা চলে। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।
তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৬৪৪ ভোটে এগিয়ে। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের এখনও প্রাপ্ত ভোট ১১৪১১। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও পেয়েছেন ১০৭৬৭। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এখনও পেয়েছেন ১২০৩ ভোট।
advertisement
আরও পড়ুন: কাঁটায় কাঁটায় টক্কর! দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল, মোদি-শাহের কী ট্রেন্ড? এক ঝলকে কেন্দ্রের কোথায় কী…
সূত্রের খবর, সেই বৈঠকেই গণনার দিনের স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেন অভিষেক। গণনার বিশেষ দিনে কারা, কোথায়, কীভাবে গোটা গণনা কর্মকাণ্ড নজরে রাখবেন তার ধাঁচা তৈরি করে দেন তিনি।