TRENDING:

West Bengal Lok Sabha Result: প্রাথমিক ট্রেন্ডে তমলুকে এগিয়ে দেবাংশু, কাঁথিতে সামান্য ভোটে এগিয়ে সৌমন্দু! অধিকারী-গড়ে 'আঘাত'?

Last Updated:

West Bengal Lok Sabha Elections 2024 Result: তমলুকে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে ৬৪৪ ভোটে। পিছিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: কাঁথি-তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত কাঁথিতে ১৯৭৩ ভোটে এগিয়ে বিজেপি। কাঁথিতে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই। অপরদিকে, তমলুকে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে ৬৪৪ ভোটে। পিছিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
জোর টক্কর
জোর টক্কর
advertisement

এ রাজ্যের ৪২ আসনে ভোট হয়েছে। এরমধ্যে অন্যতম দুই হাইভোল্টেজ কেন্দ্র কাঁথি, তমলুক। লড়াই ত্রিমুখী হলেও আসলে লড়াইটা দুই ফুলের। প্রেস্টিজ ফাইট বলা চলে। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।

তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৬৪৪ ভোটে এগিয়ে। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের এখনও প্রাপ্ত ভোট ১১৪১১। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও পেয়েছেন ১০৭৬৭। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এখনও পেয়েছেন ১২০৩ ভোট।

advertisement

আরও পড়ুন: কাঁটায় কাঁটায় টক্কর! দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল, মোদি-শাহের কী ট্রেন্ড? এক ঝলকে কেন্দ্রের কোথায় কী…

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সূত্রের খবর, সেই বৈঠকেই গণনার দিনের স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেন অভিষেক। গণনার বিশেষ দিনে কারা, কোথায়, কীভাবে গোটা গণনা কর্মকাণ্ড নজরে রাখবেন তার ধাঁচা তৈরি করে দেন তিনি।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Lok Sabha Result: প্রাথমিক ট্রেন্ডে তমলুকে এগিয়ে দেবাংশু, কাঁথিতে সামান্য ভোটে এগিয়ে সৌমন্দু! অধিকারী-গড়ে 'আঘাত'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল