মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘আমি ইলেকশন কমিশনের থেকে জানতে চাই কেন প্রধানমন্ত্রী আসার পর বদল হল আইএএস, আইপিএস-দের ? পার্থ জিতেছে এটা পার্থর ক্রেডিট, যারা রোজ রোজ পার্টি চেঞ্জ করে তাদের সাথ মানুষ দেয় না কোনও কারণ ছাড়া। অত্যাচার পরাস্ত হয়েছে আমি খুশি, মোদি সিঙ্গেল মেজরিটি পাইনি আমি খুশি। আমি কি সারাবছর ধরে সিআরপিএফ কে রেখে দেব? আমার কি কলেজ ,বিশ্ববিদ্যালয় খুলবো না। আমরা দেখিয়েছি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে পারি। যারা যারা এই সরকারকে, সাপোর্ট করবে সরকার করার জন্য তাদের শুধু এইটুকু বলতে পারি ৷ আমরা এনডিএ চাই না, আমরা ইন্ডিয়া চাই। আমরা চাই ইন্ডিয়া টিম লিড করুক ৷ মোদিজি আপনার ম্যাজিক চলে গিয়েছে। আপনার বিশ্বাসযোগ্যতা চলে গিয়েছে। তাই আপনি পদত্যাগ করুন। মোদিজি আপনার ম্যাজিক চলে গেছে। আপনার বিশ্বাসযোগ্যতা চলে গেছে। তাই আপনি পদত্যাগ করুন। আরএসএস-কে অনুরোধ করব, বিজেপিতেও কিছু ভাল লোক আছে, সময় মত পরিবর্তন করুন।’’