জানা গিয়েছে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে বৃহস্পতিবার রাতে তৃণমূলের বাহিনী দ্বারা ‘আক্রান্ত’ হন বিজেপি নেতা লব সরকার। এমনই অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি ছিনতাই করে নেওয়া হয় তাঁর বাইক-সহ টাকাপয়সা। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় ‘সেই’ মাথাভাঙ্গা
advertisement
এদিকে, তৃণমূলের দাবি, শুক্রবার সকালের সংঘর্ষে তাদেরও এক কর্মী আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, সকাল থেকেই তাদের বুথ এজেন্টদের বসতে বাধা দেয় বিজেপি। বাধা দিতে গেলে নাকি মারধর করে বিজেপির গুন্ডারা। কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
উদয়ন গুহ বলেন, ”দিনহাটা ব্লক টু-তে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির নেতা৷ তার কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে৷ সেই নিরাপত্তাবাহিনী নিয়ে, দু’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, এটা বেআইনি৷ নেতার নাম অরণীকান্ত বর্মণ৷”
এদিকে, কোচবিহারের একটি বুথে পর্যাপ্ত আলো না থাকার অভিযোগ। যার জেরে টর্চ নিয়ে ভোট দিতে হয় ভোটারদের। পরে অবশ্য ইলেক্ট্রিশিয়ান এসে আলোর ব্যবস্থা করেন। শীতলকুচিতেও তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।