ভোটের পর এক্সিট পোলেই কিছুটা আন্দাজ করা হয়েছিল, একক ভাবে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি৷ সেই বিষয়ে একাধিক বিতর্কে অনেকটা আত্মবিশ্বাসী শুনিয়েছিল সুদীপ রায়বর্মণকে৷ তিনি বলেছিলেন এ বার ক্ষমতায় আসতে চলেছে বাম-জোট৷ কিন্তু ফলে তাকিয়ে দেখলে সে কথা মনে করা যায় না৷ সেই বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো আসন খুব কম ব্যবধানে বাম ও কংগ্রেস প্রার্থীরা হেরেছেন৷ আমরা এই ভোটের ফলের কারণ আলোচনা করে দেখব৷ তবে এটা বলার অপেক্ষা রাখে না, এটা অপ্রত্যাশিত ফল৷’
advertisement
আরও পড়ুন - Tripura Election Result 2023 Live: ত্রিপুরায় বিজেপিকে জোর টক্কর দিচ্ছে জোট, মেঘালয়ে ভাল ফলের আশায় তৃণমূল
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
অনেকেই বলছেন, একসময়কার বিরোধী শক্তি কংগ্রেস ও সিপিএমের জোট করলেও ভোট এক স্থানে পড়বে না৷ অর্থাৎ, সিপিএমের লোক কংগ্রেসকে ভোট দেবে না, কংগ্রেসের লোক সিপিএমকে ভোট দেবে না৷ সেই বিষয়ে সুদীপ বলেন, ‘‘না না, মানুষ খুশি হয়েছিল৷ এটা প্রয়োগ করতে গিয়ে আমাদের কোনও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা সেটা পর্যালোচনা করে দেখব৷ কংগ্রেস -সিপিএমের মধ্যে ভোট আদানপ্রদানে সমস্যা হয়েছিল? সুদীপ বলেন, ‘‘আমার সেটা মনে হয় না৷ হতে পারে কোনও সাংগঠনিক সমস্যা রয়েছে, যাই হোক, আমরা এখনও স্পষ্ট করে কোনও কারণ বলতে পারব না৷ আমরা খতিয়ে দেখব৷’
বিজেপি ফের নির্বাচিত হয়েছে, নব-নির্বাচিত সরকারের কাছে তাঁদের কী প্রত্যাশা থাকবে, সুদীপ বলেন, ‘‘বিজেপির কাছে প্রত্যাশা থাকবে, তারা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজ্যকে উন্নয়নের পথে তরান্বিত করবে৷’’