TRENDING:

Kunal Ghosh: কুণালকে পদ থেকে সরাল তৃণমূল, তাপস রায়ের প্রশংসা করেই পড়লেন দলের রোষে?

Last Updated:

সুদীপের সঙ্গে সংঘাতের জেরে কয়েক মাস আগে দলের মুখপাত্রের পদ থেকেও সরানো হয়েছিল কুণালকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এ দিন সকালেই একই মঞ্চে হাজির হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন৷ দলের অস্বস্তি বাড়িয়ে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছিলেন কুণাল ঘোষ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে কুণালের বিরুদ্ধে এই পদক্ষেপের কথা জানিয়েছেন৷
advertisement

সুদীপের সঙ্গে সংঘাতের জেরে কয়েক মাস আগে দলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দেন কুণাল৷ এবার দলের সমস্ত পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে৷

ডেরেক ও ব্রায়েন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না৷ এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে এগুলি তাঁর ব্যক্তিগত মতামত এবং কোনওভাবে দলের নয়৷ একমাত্র তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে সেগুলিকেই দলের মতামত বলে গণ্য করতে হবে৷ ‘

advertisement

একই সঙ্গে ওই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, ‘কুণাল ঘোষকে আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল৷ এবার তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হল৷’ কুণালের কোনও বক্তব্যকে তৃণমূলের সঙ্গে না জড়ানোর জন্যও সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে৷

আরও পড়ুন: তাপস রায় পিছিয়ে নেই, বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে দাবি কুণালের! খোঁচা সুদীপকে

advertisement

এ দিন সকালে কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে একই মঞ্চে দেখা যায় কুণাল ঘোষ এবং কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে৷ ওই মঞ্চ থেকেই তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল৷ এমন কি, প্রার্থী হিসেবে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে পিছিয়ে নেই বলে মন্তব্য করেও শোরগোল ফেলে দেন কুণাল৷ পাশাপাশি কুণাল আরও বলেন, ‘একটাও ছাপ্পা ভোট দেবেন না৷ যে যোগ্য প্রার্থী তাঁকে মানুষের ভোটে জিততে দিন৷’

advertisement

স্বভাবতই এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি বাড়ে৷ ওই অনুষ্ঠান থেকে ফেরার পর সাংবাদিক বৈঠকেও নিজের বক্তব্যে অনড় থাকেন কুণাল৷ এমন কি, নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি৷ এই ঘটনার পরই কুণালের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল তৃণমূল৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে দলের এই শাস্তি ঘোষণার পর কুণালের প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কুণালের সঙ্গে দলের মতপার্থক্য অবশ্য নতুন কিছু নয়৷ লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে সুদীপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুণাল এবং তাপস৷ পরে তাপস রায় দল ছাড়লেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে বিষয়টি মিটমাট করে নেন কুণাল৷ তবে সেই সংঘাত যে মেটেনি, এ দিন তা ফের স্পষ্ট হয়ে গেল৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kunal Ghosh: কুণালকে পদ থেকে সরাল তৃণমূল, তাপস রায়ের প্রশংসা করেই পড়লেন দলের রোষে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল