TRENDING:

TMC Murder: ভোট শুরুর আগেই রক্তাক্ত মহিষাদল! কুপিয়ে 'খুন' তৃণমূল কর্মী, উত্তপ্ত তমলুক-নন্দীগ্রাম

Last Updated:

TMC Murder: ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই মৃত্যু মহিষাদল। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল: ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই মৃত্যু মহিষাদল। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে। স্থানীয় এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বিজেপি।
উত্তপ্ত তমলুক-নন্দীগ্রাম
উত্তপ্ত তমলুক-নন্দীগ্রাম
advertisement

জানা যাচ্ছে শুক্রবার রাতে অর্থাৎ ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয় শেখ মহিবুল নামের ওই তৃণমূল নেতার। মহিষাদলের বেতকুন্ডু থানার ধামাইদ নগর গ্রামের বাসিন্দা ওই তৃণমূল নেতার। অভিযোগ, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। তার জেরেই মৃত্যু বলে দাবি একাংশের। তবে ঘটনার পিছনে ঠিক কারা, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

আরও পড়ুন: ষষ্ঠ দফার ভোট শুরু, ভাগ্য পরীক্ষা কানহাইয়া-দেব-বাঁসুরির! রয়েছে আরও বড় চমক

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে এলাকার বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে বচসা বাঁধে মইবুলের। তারপরই শুরু হয় হাতাহাতি। রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তমলুকে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয় রাতেই। ঘটনা ঘিরে টানটান উত্তেজনা গোটা এলাকায়। থমথমে পরিবেশ ভোটের আগের রাতেই।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC Murder: ভোট শুরুর আগেই রক্তাক্ত মহিষাদল! কুপিয়ে 'খুন' তৃণমূল কর্মী, উত্তপ্ত তমলুক-নন্দীগ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল