জানা যাচ্ছে শুক্রবার রাতে অর্থাৎ ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয় শেখ মহিবুল নামের ওই তৃণমূল নেতার। মহিষাদলের বেতকুন্ডু থানার ধামাইদ নগর গ্রামের বাসিন্দা ওই তৃণমূল নেতার। অভিযোগ, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। তার জেরেই মৃত্যু বলে দাবি একাংশের। তবে ঘটনার পিছনে ঠিক কারা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন: ষষ্ঠ দফার ভোট শুরু, ভাগ্য পরীক্ষা কানহাইয়া-দেব-বাঁসুরির! রয়েছে আরও বড় চমক
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে এলাকার বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে বচসা বাঁধে মইবুলের। তারপরই শুরু হয় হাতাহাতি। রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তমলুকে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয় রাতেই। ঘটনা ঘিরে টানটান উত্তেজনা গোটা এলাকায়। থমথমে পরিবেশ ভোটের আগের রাতেই।