TRENDING:

PM Modi Oath Ceremony: হাতে ORS, দর্শকাসনে বসে গলা ভেজাচ্ছেন শাহরুখ খান-মুকেশ আম্বানি, প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠের এই ছবিই নেটদুনিয়ায় ভাইরাল

Last Updated:

PM Modi Oath Ceremony: তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদি৷ রাজধানীর তীব্র গরমের মধ্যে সকলের নজর কেড়ে নিয়েছেন শাহরুখ খান ও মুকেশ আম্বানির হাতের ওআরএস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদি৷ ৯ জুন রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ঝলক এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ এদিন মোদির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তারকাদের চাঁদের হাট বসেছিল৷ উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ৷ এছাড়াও বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি, বলিউডের বাদশা শাহরুখ খান, অক্ষয় কুমার-সহ অন্যান্য তারকারাও উপস্থিত ছিলেন৷
হাতে ORS, দর্শকাসনে বসে গলা ভেজাচ্ছেন শাহরুখ খান-মুকেশ আম্বানি
হাতে ORS, দর্শকাসনে বসে গলা ভেজাচ্ছেন শাহরুখ খান-মুকেশ আম্বানি
advertisement

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের ভাইরাল ছবিতে দর্শকাসনে শাহরুখ খান ও মুকেশ আম্বানিকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে৷ কালো রঙের পোশাকে এদিন উপস্থিত হয়েছিলেন বলিউডের বাদশা৷ এবং সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে মুকেশ আম্বানিকে৷

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

advertisement

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের দিন মন্ত্রিসভার সদস্য এবং দেশি-বিদেশি আমন্ত্রিতদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় দেশের রাজধানীকে। তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রত্যেকের৷ রাজধানীর তীব্র গরমের মধ্যে সকলের নজর কেড়ে নিয়েছেন শাহরুখ খান ও মুকেশ আম্বানির হাতের ওআরএস৷অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা যখন অপেক্ষা করছিলেন তখন তাদের ওআরএস খেতেও দেখা গেছে৷

advertisement

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

দিনকয়েক আগেই আইপিএল চলাকালীন তীব্র গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান৷ সেই কথা মাথায় রেখেই এবং গরম থেকে শরীরকে বাঁচাতে ওআরএস-এ ভরসা রেখেছেন তারা৷ অনুষ্ঠান চলাকালীন মাঝেমধ্যেই গলা ভিজিয়ে নিচ্ছিলেন তাঁরা৷ ওআরএস হাতে শাহরুখ ও মুকেশের এই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
PM Modi Oath Ceremony: হাতে ORS, দর্শকাসনে বসে গলা ভেজাচ্ছেন শাহরুখ খান-মুকেশ আম্বানি, প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠের এই ছবিই নেটদুনিয়ায় ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল