মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের ভাইরাল ছবিতে দর্শকাসনে শাহরুখ খান ও মুকেশ আম্বানিকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে৷ কালো রঙের পোশাকে এদিন উপস্থিত হয়েছিলেন বলিউডের বাদশা৷ এবং সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে মুকেশ আম্বানিকে৷
advertisement
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের দিন মন্ত্রিসভার সদস্য এবং দেশি-বিদেশি আমন্ত্রিতদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় দেশের রাজধানীকে। তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রত্যেকের৷ রাজধানীর তীব্র গরমের মধ্যে সকলের নজর কেড়ে নিয়েছেন শাহরুখ খান ও মুকেশ আম্বানির হাতের ওআরএস৷অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা যখন অপেক্ষা করছিলেন তখন তাদের ওআরএস খেতেও দেখা গেছে৷
দিনকয়েক আগেই আইপিএল চলাকালীন তীব্র গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান৷ সেই কথা মাথায় রেখেই এবং গরম থেকে শরীরকে বাঁচাতে ওআরএস-এ ভরসা রেখেছেন তারা৷ অনুষ্ঠান চলাকালীন মাঝেমধ্যেই গলা ভিজিয়ে নিচ্ছিলেন তাঁরা৷ ওআরএস হাতে শাহরুখ ও মুকেশের এই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷