TRENDING:

Saumitra Khan-Sujata Mondal: প্রচারে বেরিয়ে এক মহিলাকে ডেকে যা করলেন সৌমিত্র খাঁ! শুনেই হেসে উঠলেন সুজাতা

Last Updated:

Saumitra Khan-Sujata Mondal: পাত্রসায়র ব্লকের বেলুট গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ভোট প্রচারে গিয়ে অপর্ণা সরেন নামের স্থানীয় এক মহিলাকে বিজেপিতে যোগদান করালেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেবব্রত মণ্ডল, বিষ্ণুপুর: ভোট প্রচারে গিয়ে স্থানীয় এক মহিলাকে বিজেপিতে যোগদান করিয়ে সঙ্গে সঙ্গেই পদ দিয়ে দিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আর এই যোগদানের পরই বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল হাসতে হাসতে দাবি করলেন, বিজেপির কর্মী নেই, পদে ছড়াছড়ি।
সৌমিত্রকে কটাক্ষ সুজাতার
সৌমিত্রকে কটাক্ষ সুজাতার
advertisement

পাত্রসায়র ব্লকের বেলুট গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ভোট প্রচারে গিয়ে অপর্ণা সরেন নামের স্থানীয় এক মহিলাকে বিজেপিতে যোগদান করালেন। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তাঁর হাতে পতাকা দিয়েই ওই মহিলাকে সোনামুখী মণ্ডল চারের মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি ঘোষণা করে বসেন।

advertisement

আরও পড়ুন: অবাক কাণ্ড কলকাতায়! দুটি রেল স্টেশন এতই কাছে, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! বলুন তো কোন দুটি স্টেশন

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপির এই যোগদানকে কটাক্ষ করে বলেন, ”বিজেপি কর্মীকেই বিজেপিতে যোগদান করানো হয়েছে। বিজেপি থেকে লোকজন প্রতিদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করছে এবং জয়েন করার জন্য লাইন দিচ্ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুজাতার সংযোজন, ”সেখানে ওরা কী করবেন হতাশাগ্রস্ত হয়ে দিশাহীন হয়ে! বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও কাউকে পাচ্ছি না, চলো জোর করে নিজের দলের কর্মীকেই যোগদান করিয়ে দিই এবং জয়েন করিয়ে রাতারাতি পদ দিয়ে দিলেন। তার মানে বিজেপির লোক নেই পদে ছড়াছড়ি।”

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Saumitra Khan-Sujata Mondal: প্রচারে বেরিয়ে এক মহিলাকে ডেকে যা করলেন সৌমিত্র খাঁ! শুনেই হেসে উঠলেন সুজাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল