পাত্রসায়র ব্লকের বেলুট গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ভোট প্রচারে গিয়ে অপর্ণা সরেন নামের স্থানীয় এক মহিলাকে বিজেপিতে যোগদান করালেন। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তাঁর হাতে পতাকা দিয়েই ওই মহিলাকে সোনামুখী মণ্ডল চারের মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি ঘোষণা করে বসেন।
advertisement
আরও পড়ুন: অবাক কাণ্ড কলকাতায়! দুটি রেল স্টেশন এতই কাছে, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! বলুন তো কোন দুটি স্টেশন
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপির এই যোগদানকে কটাক্ষ করে বলেন, ”বিজেপি কর্মীকেই বিজেপিতে যোগদান করানো হয়েছে। বিজেপি থেকে লোকজন প্রতিদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করছে এবং জয়েন করার জন্য লাইন দিচ্ছে।”
সুজাতার সংযোজন, ”সেখানে ওরা কী করবেন হতাশাগ্রস্ত হয়ে দিশাহীন হয়ে! বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও কাউকে পাচ্ছি না, চলো জোর করে নিজের দলের কর্মীকেই যোগদান করিয়ে দিই এবং জয়েন করিয়ে রাতারাতি পদ দিয়ে দিলেন। তার মানে বিজেপির লোক নেই পদে ছড়াছড়ি।”