তবে রচনা রাজনীতিতে নতুন পা রাখলেও সিদ্ধান্ত অবশ্য অনেক দিন ধরেই রাজনীতিতে রয়েছেন৷ ওড়িশার শাসক দল বিজেডি-র দু’ বারের সাংসদও ছিলেন সিদ্ধান্ত৷ এবার দলবদল করে বিজেপিতে যোগ দিলেন তিনি৷ বিজেপিতে যোগ দিয়ে সিদ্ধান্ত বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন উন্নয়নকে ওড়িশাতেও আনতে হবে৷’
আরও পড়ুন: চাকরির ইন্টারভিউয়ে বসে কী কী বলা উচিত না? সফল হওয়ার চাবিকাঠি লুকিয়ে আপনার জবাবে
advertisement
এ দিন সিদ্ধান্তের পাশাপাশি কটকের ছ’ বারের বিজেডি সাংসদ ভরত্রুহরি মেহতাবও বিজেপিতে যোগ দিয়েছেন৷ প্রসঙ্গত লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ওড়িশায় বিধানসভা নির্বাচনও হবে৷ বিধানসভা নির্বাচনের আগে নবীন পট্টনায়কের দল বিজেডি-তে বড়সড় ভাঙন ধরিয়েছে বিজেপি৷
এক সময় ওড়িয়া এবং বাংলা ছবির হিট জুটি ছিল সিদ্ধান্ত এবং রচনার৷ শোনা যায়, অভিনয়ের সূত্রেই দু জনের সম্পর্কে প্রেমে গড়ায়৷ গোপনে সিদ্ধান্ত এবং রচনা বিয়ে করেন বলেও একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়৷ যদিও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা দু জনের কেউ কখনও স্বীকার করেননি৷ পরে দু জনের বিচ্ছেদও হয়ে যায় বলে খবর৷