TRENDING:

Prashant Kishor prediction for West Bengal: 'বাংলায় এক নম্বর দল হবে বিজেপি!' ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

Last Updated:

পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির দুর্দান্ত ফলের ভবিষ্যদ্বাণী করলেও লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ৩৭০ ছাড়াবে না বলেই দাবি করেছেন প্রশান্ত কিশোর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত বিধানসভা নির্বাচনের আগে তিনিই দাবি করেছিলেন, বাংলায় বিজেপি তিন অঙ্কে পৌঁছবে না৷ নিজের সেই ভবিষ্যদ্বাণী মিলিয়েও দিয়েছিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর৷ সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেই পরিচিত ছিলেন প্রশান্ত৷ এবার লোকসভা নির্বাচনের আগে অবশ্য সেই প্রশান্ত কিশোরই যা দাবি করলেন, তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের রক্তচাপ বাড়তে বাধ্য৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পিকে দাবি করলেন, আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি৷
বাংলার ভোট নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের৷
বাংলার ভোট নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের৷
advertisement

শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতেই বিজেপি চমকে দেওয়ার মতো ফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর৷ বলার অপেক্ষা রাখে না, বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই দেশের এই দুই প্রান্তে নিজেদের শক্তিবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে৷ ফলে লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের এই পূর্বাভাস গেরুয়া শিবিরকে যথেষ্টই শক্তি জোগাবে৷

আরও পড়ুন: ‘চার হাজার সাংসদ হবে এনডিএ-র!’ বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস নীতীশ, মঞ্চে হতবাক মোদি

advertisement

পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বিজেপির সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন, ‘ওড়িশায় বিজেপি নিশ্চিত ভাবে এক নম্বর দল হতে চলেছে৷ অনেকেই শুনে অবাক হতে পারেন, কিন্ত আমার মতে লোকসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সম্ভবত এক নম্বর দল হিসেবেই উঠে আসবে৷ বিহারে বিজেপি মাত্র ১৭টি আসনে লড়ছে, কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্তির নিরিখে বিহারেও বিজেপি এক নম্বর দলই হতে চলেছে৷’

advertisement

শুধু পূর্ব ভারত নয়, দক্ষিণ ভারতেও বিজেপির ফলাফল নিয়ে দারুণ আশাবাদী প্রশান্ত কিশোর৷ পিকে বলেন, ‘তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি ভোটের হার উল্লেখযোগ্য ভাবে বাড়বে৷ আমি আসন সংখ্যার কথা নির্দিষ্ট করে বলতে পারব না৷ তবে তামিলনাড়ুতে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছবেই৷ তেলঙ্গানাতেও বিজেপি এক না হলে দু নম্বর দল হিসেবে উঠে আসবে৷ যা খুবই বড় বিষয় হতে চলেছে৷’

advertisement

তবে পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির দুর্দান্ত ফলের ভবিষ্যদ্বাণী করলেও লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ৩৭০ ছাড়াবে না বলেই দাবি করেছেন প্রশান্ত কিশোর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে ৩৭০-এর বেশি আসনে জয়ী হবে বিজেপি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একই সঙ্গে পিকে দাবি করেছেন, হিন্দি বলয় এবং পশ্চিম ভারতেও নিজেদের দুর্গ অটুট রাখবে বিজেপি৷ ওই অঞ্চলগুলিতে যদি কংগ্রেস ১০০-র বেশি আসন জয়ে সক্ষম হয়, তাহলেই বিরোধী পক্ষ বিজেপিকে কিছুটা চাপে ফেলতে সক্ষম হবে বলে মত পিকে-র৷ যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷ একই সঙ্গে প্রশান্ত কিশোরের পূর্বাভাস, অন্ধ্রপ্রদেশে এবার আর ক্ষমতায় ফিরতে পারবেন না জগন্মোহন রেড্ডি৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সঙ্গেই এবার অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Prashant Kishor prediction for West Bengal: 'বাংলায় এক নম্বর দল হবে বিজেপি!' ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল