আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় শপথ নিলেন রাজ্যের দুই সাংসদ, পূর্ণমন্ত্রী কেউ নয়, দু’জনই প্রতিমন্ত্রী
রবিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি সভাপতি অজিত পওয়ার বলেন, “প্রফুল পটেল আগেও পূর্ণ মন্ত্রী হিসাবে কাজ করেছেন। আমরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ গ্রহণ করাকে ঠিক বলে মনে করিনি। তাই আমরা ওদের বলেছি, আমরা কয়েক দিন অপেক্ষা করতে প্রস্তুত, কিন্তু আমরা পূর্ণ মন্ত্রিত্বই চাই। আমরা আজ শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি”।
advertisement
আরও পড়ুন: মন্ত্রিসভায় চমক! মন্ত্রী হলেন বিজেপির সভাপতি নড্ডা, রয়েছে বহু উল্লেখযোগ্য নাম
সেই সঙ্গে আত্মবিশ্বাসের সুরে তাঁর সংযোজন, “আজ হয়তো আমাদের লোকসভায় এবং রাজ্যসভায় এক জন করে সাংসদ আছেন, তবে আগামী ২-৩ মাসের মধ্যে রাজ্যসভায় আমাদের ৩ জন সাংসদ হবেন এবং আমাদের মোট সাংসদ সংখ্যা হবে ৪। তাই আমরা বলেছি আমাদের একটি পূর্ণ মন্ত্রিত্বের পদ দেওয়া উচিত”।
প্রসঙ্গত মহারাষ্ট্রে ৪টে আসনে লড়াই করে মাত্র ১টিতে জিততে পেরেছে অজিত পওয়ারের এনসিপি। মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপি ৭টি এবং ৯টি করে আসন জিতেছে।