বিহারের মুখ্যমন্ত্রীর এই বেফাঁস মন্তব্য লুফে নিতে দেরি করেনি বিরোধীরা৷ ইতিমধ্যেই নীতীশের সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে৷ বিহারের প্রধান বিরোধী দল আরজেডি-র দাবি, আসলে হার অবধারিত বুঝতে পেরেই ভুলভাল বলতে শুরু করেছেন নীতীশ৷
আরও পড়ুন: ‘পাঁচ বছরে জিরো’, বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত
বিহারের নওদায় একটি জনসভায় এই মন্তব্য করেন নীতীশ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রায় ২৫ মিনিটের দীর্ঘ বক্তৃতার শেষ দিকে এই মন্তব্য করে বসেন বিহারের মুখ্যমন্ত্রী৷
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে নীতীশকে বলতে শোনা গিয়েছে, ‘দশ বছর মোদিজি প্রধানমন্ত্রী রয়েছেন৷ আরও পাঁচ বছর থাকবেন৷ কোনও সমস্যা হবে না৷ আমি নিশ্চিত চার হাজার সাংসদ, এমন কি তার থেকেও বেশি সাংসদের সমর্থন মোদিজির পক্ষে থাকবে৷’ ভিডিওতে দেখা গিয়েছে, চার হাজার সাংসদ বলার আগে একবার চার লক্ষ বলতে গিয়েছিলেন নীতীশ৷ শেষ মুহূর্তে থমকে গিয়ে চার হাজার বলেন তিনি৷ এই বক্তব্যের পর অবশ্য মোদিকে পায়ে হাত দিয়ে প্রণামও করেন নীতীশ৷
আরজেডি নীতীশের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেছে, ‘বিজেপি নেতাদের মুখে হারের আতঙ্ক স্পষ্ট৷ কারণ এনডিএ শরিকরাই তো জানেন না দেশে কতজন সাংসদ আছেন৷ নওদার মানুষ জানেন যারা প্রতিশ্রুতি দিয়ে রাখে না তাদের কীভাবে তাড়াতে হয়৷ বিহারের জন্য বিশেষ প্যাকেজ, বিশেষ রাজ্যের তকমা কোথায় গেল?’
ইন্ডিয়া জোটে নাম লিখিয়েও হঠাৎই শিবির বদল করে এনডিএ-তে ফেরেন নীতীশ কুমার৷ বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়ছে ১৭টিতে, জেডিইউ লড়ছে ১৬টি আসনে৷ এনডিএ-এর আর এক শরিক লোক জনশক্তি পার্টি লড়বে ৫টি আসনে৷ একটি করে আসনে লড়বে হ্যাম এবং রাষ্ট্রীয় লোক মোর্চা৷