TRENDING:

Nitish Kumar stuns Narendra Modi: 'চার হাজার সাংসদ হবে এনডিএ-র!' বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস নীতীশ, মঞ্চে হতবাক মোদি

Last Updated:

বিহারের নওদায় একটি জনসভায় এই মন্তব্য করেন নীতীশ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নওদা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে এনডিএ-এর সাংসদের সংখ্যা চারশো পেরিয়ে যাবে৷ এ পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী এবং এনডিএ-এর অন্যতম শরিক জেডিইউ নেতা দাবি করে বসলেন, এবারের নির্বাচনে চার হাজার সাংসদের সমর্থন পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাও আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনেই ভরা জনসভায় এই মন্তব্য করেন নীতীশ৷
নীতীশ কুমারের মন্তব্যে অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নীতীশ কুমারের মন্তব্যে অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

বিহারের মুখ্যমন্ত্রীর এই বেফাঁস মন্তব্য লুফে নিতে দেরি করেনি বিরোধীরা৷ ইতিমধ্যেই নীতীশের সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে৷ বিহারের প্রধান বিরোধী দল আরজেডি-র দাবি, আসলে হার অবধারিত বুঝতে পেরেই ভুলভাল বলতে শুরু করেছেন নীতীশ৷

আরও পড়ুন: ‘পাঁচ বছরে জিরো’, বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত

বিহারের নওদায় একটি জনসভায় এই মন্তব্য করেন নীতীশ৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রায় ২৫ মিনিটের দীর্ঘ বক্তৃতার শেষ দিকে এই মন্তব্য করে বসেন বিহারের মুখ্যমন্ত্রী৷

advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে নীতীশকে বলতে শোনা গিয়েছে, ‘দশ বছর মোদিজি প্রধানমন্ত্রী রয়েছেন৷ আরও পাঁচ বছর থাকবেন৷ কোনও সমস্যা হবে না৷ আমি নিশ্চিত চার হাজার সাংসদ, এমন কি তার থেকেও বেশি সাংসদের সমর্থন মোদিজির পক্ষে থাকবে৷’ ভিডিওতে দেখা গিয়েছে, চার হাজার সাংসদ বলার আগে একবার চার লক্ষ বলতে গিয়েছিলেন নীতীশ৷ শেষ মুহূর্তে থমকে গিয়ে চার হাজার বলেন তিনি৷ এই বক্তব্যের পর অবশ্য মোদিকে পায়ে হাত দিয়ে প্রণামও করেন নীতীশ৷

advertisement

আরজেডি নীতীশের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেছে, ‘বিজেপি নেতাদের মুখে হারের আতঙ্ক স্পষ্ট৷ কারণ এনডিএ শরিকরাই তো জানেন না দেশে কতজন সাংসদ আছেন৷ নওদার মানুষ জানেন যারা প্রতিশ্রুতি দিয়ে রাখে না তাদের কীভাবে তাড়াতে হয়৷ বিহারের জন্য বিশেষ প্যাকেজ, বিশেষ রাজ্যের তকমা কোথায় গেল?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ইন্ডিয়া জোটে নাম লিখিয়েও হঠাৎই শিবির বদল করে এনডিএ-তে ফেরেন নীতীশ কুমার৷ বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়ছে ১৭টিতে, জেডিইউ লড়ছে ১৬টি আসনে৷ এনডিএ-এর আর এক শরিক লোক জনশক্তি পার্টি লড়বে ৫টি আসনে৷ একটি করে আসনে লড়বে হ্যাম এবং রাষ্ট্রীয় লোক মোর্চা৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Nitish Kumar stuns Narendra Modi: 'চার হাজার সাংসদ হবে এনডিএ-র!' বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস নীতীশ, মঞ্চে হতবাক মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল