TRENDING:

Narendra Modi: বাংলায় কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী করলেন মোদি, খোঁচা বাম-কংগ্রেসকেও

Last Updated:

এ দিনের সভা থেকেও প্রধানমন্ত্রী সন্দেশখালি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: লোকসভা নির্বাচনে বাংলায় ১৫টি আসনও পাবে না তৃণমূল৷ এ দিন নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর আরও দাবি, গোটা দেশে ৫০ আসন পেরোবে না কংগ্রেসও৷ কংগ্রেস, তৃণমূলকে কটাক্ষ করে মোদির প্রশ্ন, এর পরেও বিরোধীরা সরকার গড়ার দাবি করছে কী করে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
advertisement

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করতে এসে মোদি বলেন, ‘এটা দেশের ভোট, ভারতের ভোট৷ সেখানে সরকার কে বানাবে? তৃণমূল ১৫টি আসনও জিততে পারবে না৷ সরকার করতে পারবে? কংগ্রেস যত চেষ্টাই করুক, হাফ সেঞ্চুরি পার করবে না গোটা দেশে ৫০টি আসন পাবে কি না, তা নিয়েই চিন্তায়৷ ৫০টি আসন না পেলে সরকার গড়তে পারবে?  বাংলায় এক সময় বামেদের সূর্য অস্ত যেত না৷ আর লাল ঝান্ডা তো নজরেই আসছে না৷ বিরোধীরা বরং এনডিএ ৪০০ আসন পাবে কি না তাই নিয়েই চিন্তা করছে৷ এই ভোটে স্পষ্ট, সরকার গড়লে বিজেপি-এনডিএ গড়বে৷’

advertisement

আরও পড়ুন: দলের ‘সব’ হারিয়ে আরও বিস্ফোরক কুণাল! নিশানায় প্রতীক জৈন! কে এই প্রতীক? তোলপাড় পড়ে গেল

এ দিনের সভা থেকেও প্রধানমন্ত্রী সন্দেশখালি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী৷ শাসক দলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ এনেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, ‘মানুষের থেকেও কি রাজনীতি বড়?

কংগ্রেস, তৃণমূল ও বামেদের একযোগে বিঁধে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তৃণমূল, বামেরা এবং কংগ্রেস কী করছে? রাতদিন মোদির মাথা লাঠি দিয়ে ফাটিয়ে দেব, মোদিকে গুলি মেরে দাও, এসব বলছে৷ কিন্তু আমি কাপুরুষদের দলে নই৷ নামদাররা বুঝে নিক, কামদাররা ভয় পায়৷ গরিবরা ভয় পেয়ে বাঁচে না৷ আমিও দারিদ্র থেকে উঠে এসেছি, ফলে ভয় শব্দটি আমার অবিধানে নেই৷ আমাকে যত গালি দেবেন, আমি আরও বেশি করে দেশবাসীর সেবা করব৷’

advertisement

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধে মোদির কটাক্ষ, ‘বাংলায় এত টাকা উদ্ধার হয়েছে যে টাকা গুনতে গুনতে মেশিনও হাঁপিয়ে উঠত৷  আপনারা চান এখানে তৃণমূলের তোলাবাজ আর মহিলাদের উপরে অত্যাচারীরা কড়া শাস্তি পাক৷ যে তৃণমূল গরিবের রেশনও চুরি করেছে, তাদের থেকে আর কী আশা করা যায়৷’

সেরা ভিডিও

আরও দেখুন
খোদ প্রধানমন্ত্রীও প্রশংসা করেছেন এই পুতুলের! জানেন এই পুতুলের নাম কী? দাম-ই বা কত?
আরও দেখুন

কৃষ্ণনগরের আগে এ দিন বর্ধমানে সভা করেন প্রধানমন্ত্রী৷ সেই সভা থেকে তিনি দাবি করেন, আদালতের নির্দেশে যে যোগ্য শিক্ষকদের চাকরি গিয়েছে, তাঁদের পাশে থেকে আইনি সহায়তা দেবে বিজেপি৷ এর জন্য রাজ্য বিজেপির সভাপতিকে তিনি লিগল সেল তৈরিরও নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: বাংলায় কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী করলেন মোদি, খোঁচা বাম-কংগ্রেসকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল