TRENDING:

Narendra Modi on Balakot air strike: 'বালাকোট হামলার পর পাকিস্তানে ফোন করেছিলাম!' ভোট প্রচারে নতুন বোমা মোদির

Last Updated:

পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হানা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা এবং নিরাপত্তা বাহিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগলকোট: বালাকোটে বিমান হানার পর তিনি নিজেই পাকিস্তানকে সেই খবর দিয়েছিলেন৷ এ দিন কর্ণাটকের বাগলকোটে ভোট প্রচারে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মোদি পিছন থেকে হামলা করায় বিশ্বাসী নয়, মুখোমুখি লড়াই করে৷
ভোট প্রচারে বালাকোট বিমান হামলার ঘটনা ফেরালেন মোদি৷
ভোট প্রচারে বালাকোট বিমান হামলার ঘটনা ফেরালেন মোদি৷
advertisement

পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হানা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা এবং নিরাপত্তা বাহিনী৷ ওই হামলার পর কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, পাকিস্তানে জৈশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে৷ পাশাপাশি জৈশের শীর্ষ স্থানীয় একাধিক কম্যান্ডার এবং বহু জঙ্গিও হামলায় প্রাণ হারিয়েছে৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম মূল অস্ত্রই হয়ে উঠেছিল বালাকোটের জঙ্গি হানা৷ এবারের লোকসভা নির্বাচনের প্রচারেও সেই বালাকোট হামলাকেই ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: ঈশ্বর আমাকে দিয়ে এই কাজটি করাতে চান, একান্ত সাক্ষাৎকারে মন খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মোদি এ দিন দাবি করেন, বালাকোট হামলার পর আমি নিরাপত্তা বাহিনীকে গোটা বিষয়টি সংবাদমাধ্যমকে জানানোর জন্য বলেছিলাম৷ সঙ্গে এটাও বলেছিলাম যে টেলিফোন করে আমিই পাকিস্তানকে এই বিমান হানা এবং তার জেরে কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাব৷ কিন্তু পাকিস্তানের কেউ ফোনে আমার সঙ্গে ফোনে কথাই বলতে চায়নি৷ তাই আমি নিরাপত্তা বাহিনীকেও অপেক্ষা করতে বলেছিলাম৷ পাকিস্তানকে খবর দেওয়ার পরই আমরা গোটা বিশ্বকে বালাকোট বিমান হানার কথা জানিয়েছিলাম৷

advertisement

নিরীহ ভারতীয়দের উপর যারা হামলার করার কথা ভাবছে, তাদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, এটা নতুন ভারত, ঘরে ঢুকে মেরে আসব৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, বালাকোটে হামলার পর অনেকেই একে কর্ণাটকের বাগলকোটের সঙ্গে গুঁড়িয়ে ফেলেছিলেন৷ মোদি বলেন, আমরা পরে সংবাদমাধ্যমে জানিয়েছিলাম যে শত্রুপক্ষের শিবিরে হামলা চালিয়ে আমরা তাদের ধ্বংস করে দিয়েছি৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi on Balakot air strike: 'বালাকোট হামলার পর পাকিস্তানে ফোন করেছিলাম!' ভোট প্রচারে নতুন বোমা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল