TRENDING:

Mamata Banerjee: বাংলা নববর্ষে উৎসবের মেজাজে মুখ্যমন্ত্রী, পয়লা বৈশাখের সকালে চালসায় পদযাত্রা মমতার

Last Updated:

Mamata Banerjee: বাংলা বর্ষবরণ উৎসবে চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে চালসা টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন তিনি। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন। তাঁর পদযাত্রা ঘিরে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের জমায়েত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: দোরগোড়ায় লোকসভা ভোট। ভোটপ্রচার পর্ব তুঙ্গে। রাজনৈতিক নেতা-নেত্রীদের ছুটির তাই অবকাশ নেই। পয়লা বৈশাখে বছরের প্রথম দিনেও তাই কালীঘাটের বাড়ি নয়, জলপাইগুড়িতে জনসংযোগে ব্যস্ত থাকলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ষবরণ উৎসবে চালসায় পদযাত্রা মমতার
বর্ষবরণ উৎসবে চালসায় পদযাত্রা মমতার
advertisement

বাংলা বর্ষবরণ উৎসবে চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে চালসা টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন তিনি। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন। তাঁর পদযাত্রা ঘিরে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের জমায়েত হয়।

নববর্ষের দুপুরে মুখ্যমন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানালেন স্থানীয় মানুষ জন। ‘দিদি’কে দেখে উলুধ্বনি দেন মহিলারা। বাজানো হয় ঢাকঢোল। মুহুর্মুহু ওঠে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ শ্লোগান। পদযাত্রার মাঝে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: কালবৈশাখী কবে…? ‘এই’ দিন থেকেই ঝড়-বৃষ্টি-বজ্রপাতে কাঁপবে বাংলা! ‘হিটওয়েভ’ নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এদিন হালকা মেজাজে জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তবে রবিবরারের যে অভিনব পদযাত্রায় কোনও দলীয় পতাকা রাখা হয়নি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতেই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: বাংলা নববর্ষে উৎসবের মেজাজে মুখ্যমন্ত্রী, পয়লা বৈশাখের সকালে চালসায় পদযাত্রা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল