বাংলা বর্ষবরণ উৎসবে চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে চালসা টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন তিনি। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন। তাঁর পদযাত্রা ঘিরে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের জমায়েত হয়।
নববর্ষের দুপুরে মুখ্যমন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানালেন স্থানীয় মানুষ জন। ‘দিদি’কে দেখে উলুধ্বনি দেন মহিলারা। বাজানো হয় ঢাকঢোল। মুহুর্মুহু ওঠে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ শ্লোগান। পদযাত্রার মাঝে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।
advertisement
এদিন হালকা মেজাজে জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তবে রবিবরারের যে অভিনব পদযাত্রায় কোনও দলীয় পতাকা রাখা হয়নি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতেই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে খবর।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2024 6:42 PM IST