বৃহস্পতিবার তাপস রায়ের বাড়ির সামনেই সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিকেলে বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে এই সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী চরম কটাক্ষ ছুড়ে দেন তাপস রায়ের উদ্দেশ্যে।
মমতা বলেন, “এখানকার প্রার্থীর বিরুদ্ধে আমি কিছু বলব না। চলে গেলে কেন? আমার পরিবারকেও তো নানা ভাবে সমস্যা করে। এই সুদীপ বন্দোপাধ্যায় তো জেলে গিয়েছিল। ইকনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে গিয়েছিল বলে। কই দল ছেড়ে তো ও যায়নি। এই যে মদন মিত্র, ওকেও জেলে পাঠিয়েছিল। যদি কিছুই না থাকে তাহলে তুমি চলে গেলে কেন?”
advertisement
নাম না করে তাপস রায়কে মমতার আরও কটাক্ষ,”তিনবার জিতেছো মানে এটা ভেব না…..দলের প্রতীকে জিতেছ। আমার কাছে খবর ছিল গত এক বছর ধরে যোগাযোগ ছিল। আমি ওঁর সঙ্গে ছাত্র রাজনীতি করিনি। আমি অশোক দেবের সঙ্গে করেছি। কংগ্রেসে এদের আলাদা দল ছিল। সোমেন মিত্রের সঙ্গে ছিল। ও সুদীপ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বার বার নানা নোংরা কথা বলেছে। খারাপ কথা বলার মতো শব্দ আপনার কাছে নেই। আপনি সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। উত্তর কলকাতার মানুষ আপনার জামানত বাজেয়াপ্ত করবে। সুদীপ বন্দোপাধ্যায় পরের বার দাঁড়াবে কিনা জানি না। তবে এই বার সুদীপ বন্দোপাধ্যায়কে জেতান।”