এদিনের রেড রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ঘৃণা করতে জানি না। আমরা আলাদা নয়। আমরা এনআরসি নয়। সিএএ নয়। একসঙ্গে থাকলে কেউ কিছু করতে পারবে না। আমরা মৃত্যুকে ভয় করি না। মানুষের পাশে আছি। আপনাদের কাছ থেকে শিখেছি আমি মৃত্যুকে ভয় পাইনা। মৃত্যু আমাকে ভয় পায়।”
advertisement
বিজেপি ও কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, “কেউ কেউ ভাবে ভোট এলে ইডি, সিবিআই, আইটিতে গ্রেফতার করো। আমি বলেছি একটা জেল তৈরি করো। সকলকে গ্রেফতার করো। বাংলায় যে লোক আছে সকলকে পারবে জেলে রাখতে?”
তৃণমূল সুপ্রিমোর কথায়, “আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে কী হবে সেটা ইন্ডিয়া জোট বুঝবে। এখানে আমরা লড়াই করছি। একটা ভোট বিজেপিকে দেবেন না।”
মমতার চরম তোপ, “মাছের মাথা এনআরসি আর মাছের লেজ সিএএ। মাঝেরটা হল ইউনিফর্ম সিভিল কোড। ওরা দাঙ্গা করতে চায়। কেউ দাঙ্গা করতে এলে মাথা ঠান্ডা রাখুন। একটা চকলেট বোম ফাটলে এনআইএ আসে। সকলকে গ্রেফতার করতে থাকলে একটা সময় কোনও লোক আর থাকবে না। যতই বদমায়েশি হোক, চক্রান্ত হোক, নোংরামো হোক, মনে রাখবেন আপনাদের ইমানদাড়ি শান্তিতে রেখেছে। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। জুলমবাজি নয়, ভাওতাবাজি নয়। একতাই আমাদের ধর্ম।”