এ দিন মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা নিতিন গড়কড়ি৷ এ দিন মহারাষ্ট্রের যবতামলে একটি মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা অন্যান্যরা নিতিন গড়কড়িকে ধরে সরিয়ে নিয়ে যান৷ প্রবল গরমেই সম্ভবত নিতিন গড়কড়ি অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে৷ পরে অবশ্য প্রাথমিক শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন তিনি৷
advertisement
আরও পড়ুন: উত্তরপ্রদেশ, বিহারে জোর ধাক্কা খাবে বিজেপি! রাজ্য ধরে ধরে কী হিসেব দিলেন মমতা?
নিতিন গড়কড়ির এই অসুস্থতার খবর পাওয়ার পরই এক্স হ্যান্ডেল পোস্ট করে বিজেপির অন্যতম প্রবীণ নেতার সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা নিতিন গড়কড়ির দ্রুত আরোগ্য কামনা করি৷ নিষ্ঠুর গ্রীষ্মের এই প্রবল দাবদাহের মধ্যে ভোট করানোটা অসহনীয়৷ আজকে সবে মাত্র ২৪ এপ্রিল, কিন্তু ভাবতে পারেন সাত দফায় ১ জুন পর্যন্ত ভোট শেষ হতে হতে কী অবস্থা হবে?’
নিতিন গড়কড়ির অসুস্থ হয়ে পড়ার এই ঘটনার আগেই অবশ্য এ দিন আউশগ্রামের সভা থেকেও গরমে ভোট করার অসুবিধা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শুধুমাত্র বিজেপির যাবতীয় কুৎসার জবাব দিতে এবং বিজেপিকে হারাতেই তিনি এই প্রবল গরমের মধ্যেও প্রতিদিন জেলায় জেলায় ঘুরে ঘুরে সভা করছেন তিনি৷