TRENDING:

Mamata Banerjee On Lakshmir Bhandar: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে...' গর্জে উঠলেন মমতা! বাজপেয়ীর নাম করে মোদিকে তীব্র কটাক্ষ

Last Updated:

Mamata Banerjee On Lakshmir Bhandar: লাভপুরের সভায় চরম কটাক্ষ শোনা গেল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ঝাঁঝালো ভাষায় একের পর এক আক্রমণ শানিয়েছেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাভপুর: তৃতীয় দফা ভোটের আগে প্রচারের শেষ রবিবার। এদিন একদিকে যখন কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সমর্থনে নদিয়ার সভায় সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই লাভপুরের সভায় চরম কটাক্ষ শোনা গেল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

ঝাঁঝালো ভাষায় একের পর এক আক্রমণ শানিয়েছেন মমতা।

লাভপুরের সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মোদিবাবু আপনার ইচ্ছাপূরণ হবে না। কয়েকটা গদ্দার নিয়ে চলছেন। আপনার যারা দোসর তাদের ছেলে মেয়েদের সম্পত্তি কী করে বাড়ল? সব ক্রিকেট ম্যাচ গুজরাতে কেন হয়? কী উত্তর দেবেন? আপনাদের দেখলে ভয় লাগে। যেন মনে হয় হাঁ করে গিলে খেতে আসছে। আপনাদের সভায় লোক হয় না। চেয়ার থাকে ফাঁকা। আর আমরা এই লু’য়ের মধ্যে ঘুরে ঘুরে ভোটের সভা করছি। সাহস থাকলে জনতার সামনে এসে আপনি কথা বলতেন।”

advertisement

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মে মাসে? কড়কড়ে নোট কবে ঢুকবে অ্যাকাউন্টে ? ‘এইভাবে’ Check করে নিন পেমেন্ট স্ট্যাটাস!

এরপরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমোর তীব্র হুঁশিয়ারি, “যত দিন যাচ্ছে মোদির বুক কাঁপছে। বিজেপি ঠকঠক করে কাঁপছে। আর এই এক হয়েছে কমিশন, বিজেপি ওসি, ডিআইজি বদল করতে বলছে, করে দিচ্ছে। হায়রে এটা ইলেকশন কমিশন? তিন জন আছে ওদের কোলের সন্তান। অটল বিহারী বাজপেয়ীর কথা মনে আছে। বলেছিলেন রাজধর্ম পালন কর। আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কখনও এমন রাজনীতি করেননি।”

advertisement

আরও পড়ুন: আর মাত্র কিছুক্ষণ…! বজবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি কাঁপাবে উত্তরবঙ্গের দুই জেলা, ‘নতুন’ সতর্কতা দক্ষিণবঙ্গে! জানুন লেটেস্ট আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বিজেপির বিরুদ্ধে তুমুল আক্রমণ হানেন মমতা। তাঁর স্পষ্ট মন্তব্য, ‘‘বিজেপিকে উৎখাত না করে আমি যাব না। যেমন সিপিএমকে উৎখাত করেছিলাম। সব বিজ্ঞাপন নস্যাৎ করে বলছি, সব মিথ্যা। আগের বার বলেছিলেন ২০০ পার। এবার বলছেন দেশে ৪০০ পার। পগার পার হয়ে যাবেন।’’

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee On Lakshmir Bhandar: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে...' গর্জে উঠলেন মমতা! বাজপেয়ীর নাম করে মোদিকে তীব্র কটাক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল