এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের পরই দেখা যায়, আসনে বসার সময় কোনওভাবে হেলিকপ্টারের নীচে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷
এই ঘটনায় সম্ভবত মুখ্যমন্ত্রীর পায়ে কিছুটা চোট লাগে৷ যদিও সেই ধাক্কা সামলে কিছুক্ষণের মধ্যেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ কুলটির সভাতেও সামান্য খুুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে৷
আরও পড়ুন: বাইপাসের জ্যাম এড়িয়ে মেট্রোয় গড়িয়া থেকে বেলেঘাটা! আজ থেকেই ট্রায়াল রান
গত বছরও জুন মাসে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ সেই সময় হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী৷
এ দিন অবশ্য চোট সামলেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁর এ দিনের চোট আদৌ গুরুতর কি না, তা এখনও স্পষ্ট নয়৷