২০১১ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যেই৷ উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ মামলায় ১৪ বছর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট৷ বুধবার এই রায় ঘোষণা করল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ৷
advertisement
আরও পড়ুন: ২০১১-’২৪ সালের মধ্যে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল! বিশাল রায় দিল হাইকোর্ট
বুধবার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, ২০১০ পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হল৷ ২০১০ সালের আগের নথিভুক্ত ওবিসি তালিকা বহাল থাকছে৷ এতদিন যাঁরা ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন৷ এ ছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে৷
এদিন এই রায় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতা বলেন, ‘‘কদিন ধরে প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন মাইনরিটিদের জায়গা কেড়ে নিতে। ওদের রায় আমি মানি না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। আমরা এই রায় মানছি না। ওবিসি রিজার্ভেশন রায় আমরা মানছি না৷’’
মমতার স্পষ্ট মন্তব্য, ‘‘এটা কলঙ্কিত অধ্যায়। যেমন আমি টিচারদের রায় আমি মানিনি। তখন উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হয়েছিল। বিজেপি-এর একটা পলিসি নিয়ে কথা বলার সাহস আছে? বিচারপতিদের নাম বলতে চাই না। কিন্তু রায় নিয়ে বলতে পারি…’’
তবে এ নিয়ে রাজ্য আলাদা করে কোনও পদক্ষেপ করবে কি না, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি৷