TRENDING:

Mamata Banerjee: 'সরকার গঠনের দাবি জানাবে ইন্ডিয়া, পরিস্থিতির উপর নজর',মমতার দাবিতে তুমুল জল্পনা

Last Updated:

তৃণমূলনেত্রী এ দিন ইঙ্গিত দিয়েছেন, শেষ পর্যন্ত শরিকদের সন্তুষ্ট করা সম্ভব হবে না বিজেপির পক্ষে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে ভবিষ্যতে জানাতে পারে৷ মোদি সরকারের পতন অবশ্যম্ভাবী বলে এমনই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর কথায়, আমরা অপেক্ষা করছি আর পরিস্থিতির উপরে নজর রাখছি৷ এ দিন কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকের পর এমনই মন্তব্য করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বৈঠক চলাকালীনও দলের সাংসদ এবং নেতাদের সামনে একই দাবি করেন মমতা৷
ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিত মমতা৷
ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিত মমতা৷
advertisement

শুধু তাই নয়, সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত বড় হারের পর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া৷ দেশের পরিবর্তন প্রয়োজন, মোদিবাবুকে কেউ চায় না৷’

আরও পড়ুন: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

তৃণমূলনেত্রী এ দিন ইঙ্গিত দিয়েছেন, শেষ পর্যন্ত শরিকদের সন্তুষ্ট করা সম্ভব হবে না বিজেপির পক্ষে৷ জোরের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃতীয় মোদি সরকারের কাছে এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি বাতিলের দাবি তুলবে তৃণমূল৷ এর পরই ইঙ্গিতপূর্ণ ভাবে তৃণমূলনেত্রী বলেন, নতুন সরকার শেষ পর্যন্ত ইন্ডিয়ারই হবে৷ দেখতে দিন কদিন, কাকে সন্তুষ্ট রাখতে পারবে৷’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাত কী জানেন? এনডিএ-তে সবার চাহিদা বেশি৷ আর ইন্ডিয়ায় আমরা কিছু চাই না, শুধু মানুষের ভাল চাই৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি তৃণমূল৷ আমন্ত্রণ পেলেও তৃণমূল ওই অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ অগণতান্ত্রিক, অবৈধ ভাবে এনডিএ সরকার গঠন হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: 'সরকার গঠনের দাবি জানাবে ইন্ডিয়া, পরিস্থিতির উপর নজর',মমতার দাবিতে তুমুল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল