তৃণমূলনেত্রী এ দিন বলেন, ‘আপনারা কি মনে করেন বিজেপি কি ক্ষমতায় আসবে?এবার উত্তর প্রদেশে ভাল লড়াই করছে অখিলেশ।বিহারে এত সিট পাবেন?চেন্নাইতে সিট পাবেন? শূন্য পাবেন। কর্ণাটকে আগের বার সব সিট পেয়েছিলেন। এবার পাবেন না।’
আরও পড়ুন: SSC কাণ্ডে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমিশন! তাকিয়ে আছে গোটা বাংলা
advertisement
এ দিনের সভা থেকে ফের একবার ২৬ হাজার শিক্ষকের চাকরি হারানো নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যে ক্যাগ রিপোর্ট রয়েছে, সেগুলি কেন প্রকাশ করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মমতা৷
পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়লেও আউশগ্রাম বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে৷ ফলে এ দিনও আউশগ্রামের জনসভা থেকে জেলবন্দি অনুব্রত মণ্ডলের প্রশংসা শোনা যায় মমতার মুখে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘কেস্টর কেস এ কী আছে আমি জানি না। ওটা আইন আইনের পথে চলবে। তবে গরিব কেউ গেলে খালি হাতে ফিরে আসত না। ও জেলাটাকে হাতের তালুর মতো চিনত।’