তৃণমূল নেত্রীর সংযোজন, ”আপনাদের এখানে কোনও অত্যাচার হলে বাংলা আছে আপনাদের সঙ্গে। বাংলা আপনাদের শেল্টার দেবে। আপনাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেয়? আমাদের বাংলায় সব মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায়।”
আরও পড়ুন: ৩৫৯ জনের মৃত্যু! ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা! কী ঘটেছিল চরখি-দাদরিতে?
অসমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”আপনারা কিছু না দিতেই সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি। আমাকে ভোট দিয়ে দেখুন। শিলচরে আসতে আসতে দেখলাম কিছুই নেই। আসতে আসতে আমাকে পার্টির স্লোগান দিচ্ছিল। আমার গায়ে তাতে ফোস্কা পড়বে না। এবার গো হারা হারবে। বলে গেলাম। আগে ২০০ পার করুন, তারপর সাঁতার কাটতে বেরোবেন।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2024 3:54 PM IST