লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal
আরও পড়ুন– তাপপ্রবাহ আজও চলবে দক্ষিণবঙ্গে, বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কোন কোন জেলায়? দেখে নিন
শুধু তাই নয়, রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ ত্রিপুরাতেও ১০০% বুথে ওয়েবকাস্টিং হবে। ওয়েবকাস্টিং করার জন্য প্রত্যেকটি জেলায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করতে হবে। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম মারফত প্রতিনিয়ত নজরদারি রাখতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে বিভিন্ন বিষয় পর্যালোচনা ও একাধিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পরেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল তখন ন্যূনতম ৫০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং নিয়েই আলোচনা হয়েছিল। কিন্তু তারপর নজিরবিহীন ভাবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কোন কোন বুথে হিংসার ঘটনা, কোন বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া এবং কোন কোন বুথে এক বা একাধিক পার্টির এজেন্ট বসতে দেওয়া হয়নি ? তা নিয়ে তথ্য চাওয়া হয়েছিল বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে।
advertisement
আরও পড়ুন– মালদহে দুটি লোকসভা আসনেই জয় চাই, জেলার নেতাদের স্পষ্ট বার্তা অভিষেকের
শুধু তাই নয়, ওয়েবকাস্টিং-এর জন্যও বিভিন্ন জেলাগুলি থেকে স্পর্শকাতর বুথের তালিকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারেরা কত শতাংশ বুথে ওয়েবকাস্টিং করতে চাইছেন, তা নিয়েও তথ্য চাওয়া হয়েছিল। আর এবার জাতীয় নির্বাচন কমিশন সরাসরি চিঠি লিখেই ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং-এর পক্ষে, তা জানিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। ওয়েব কাস্টিং করা না গেলে সিসিটিভির মাধ্যমে নজরদারি করতে হবে। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে সেটাও জানিয়ে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত রাজ্যে ইতিমধ্যেই এসেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক ও বিশেষ সাধারণ পর্যবেক্ষক। দফায় দফায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা রাজ্য প্রশাসনের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করছেন এই দু’জনেই। ইতিমধ্যেই রাজ্যে আসা বিশেষ পর্যবেক্ষক রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন। শনিবারেও গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তাঁরা ৷ এমনটাই কমিশন সূত্রে খবর।