TRENDING:

Lok Sabha Elections 2024: প্রেস্টিজ ফাইট কাঁথি-তমলুক! আজ শেষ প্রচারে হোম গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী

Last Updated:

আজ সেই তিনজনেই জোড়াফুল ত্যাগ করে পদ্মফুল শিবিরে। তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারীকে টিকিট না দিলেও শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারীকে বিজেপি এবার প্রার্থী করেছে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার ফের নিজের হোম গ্রাউন্ড কাঁথিতে প্রচারের ময়দানে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি এবং তমলুক এবার বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। সেই সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারীর কাছেও।
advertisement

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

উনিশের ভোটে কাঁথি এবং তমলুক এই দুই লোকসভায় তৃণমূল কংগ্রেসের টিকিতে জয়ী হন শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের দুই সদস্য শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই শুভেন্দু অধিকারী যোগ দেন বিজেপিতে। এর কিছুদিন পর থেকেই শুভেন্দুর পিতা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী এবং শান্তিকুঞ্জের আরও এক সদস্য সৌম্যেন্দু অধিকারীর দূরত্ব বাড়তে থাকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে।

advertisement

আরও পড়ুন: বাতিল ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট…প্রচারমঞ্চে দাঁড়িয়েই বিস্ফোরক মমতা! বললেন, ‘আমরা এই রায় মানছি না!’

আজ সেই তিনজনেই জোড়াফুল ত্যাগ করে পদ্মফুল শিবিরে। তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারীকে টিকিট না দিলেও শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারীকে বিজেপি এবার প্রার্থী করেছে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে।

কাঁথি লোকসভা কেন্দ্রের নীলপুরে বৃহস্পতিবার সৌম্যেন্দু অধিকারীর সমর্থনে বিজয় সংকল্প সভা করার পাশাপাশি কাঁথির অর্জুননগরে জনসংযোগ যাত্রা এবং চণ্ডীপুরে হোম গ্রাউন্ডে প্রচারের শেষ বেলায় রোড শো করবেন শুভেন্দু অধিকারী। রোড শো’য়ে শুভেন্দুর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

advertisement

আরও পড়ুন: ‘৮০টা বুথে হতে পারে কারচুপি…’ নন্দীগ্রাম নিয়ে ভয়াবহ আশঙ্কাপ্রকাশ অভিষেকের, বাধা পেলেই রুখে দাঁড়ানোর পরামর্শ

প্রচারের শেষ দিনে আজ, বৃহস্পতিবার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করে জেলায় প্রচার শেষ করবেন শুভেন্দু অধিকারী। এরপর আজ সন্ধেয় বরানগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী সচল ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের সমর্থনেও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছেন, ‘‘তৃণমূল বলে কিছু নেই। কাঁথি এবং তমলুক এই দুই লোকসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। তৃণমূলের মতো আমরা পরিবারবাদী পার্টি নয়, পূর্ব মেদিনীপুর সহ গোটা বাংলাতেই লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করবে। কাঁথিতে আমার ভাই নয়, দলের প্রতীকে দাঁড়ানো প্রার্থীকে জেতানোই আমার লক্ষ্য।’’

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: প্রেস্টিজ ফাইট কাঁথি-তমলুক! আজ শেষ প্রচারে হোম গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল