TRENDING:

Lok Sabha Elections 2024: ভোটের মধ্যেই সওকত মোল্লাকে সিবিআই তলব! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ মমতার

Last Updated:

Lok Sabha Elections 2024: শেষ দফায় লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার বারুইপুরে জনসভা করলেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে আয়োজিত এই সভায়, একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: শেষ দফায় লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার বারুইপুরে জনসভা করলেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে আয়োজিত এই সভায়, একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সওকতের পাশে মমতা
সওকতের পাশে মমতা
advertisement

যাদবপুর লোকসভা কেন্দ্রে এ বার প্রার্থী হয়েছেন সায়নী। মিমি চক্রবর্তীর বদলে কেন প্রার্থী সায়নী, সেই ব্যাখ্যাও দেন মমতা। তিনি বলেন, “মিমি বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় আমরা সায়নীকে প্রার্থী করেছি। ও কোমরে কাপড় বেঁধে লড়াই করবে। আমি যেদিন যাদবপুর থেকে জিতেছিলাম আমার কাছে বারুইপুর, সোনারপুরটা ছিল ঘর। তাই আমি আপনাদের থেকে আশীর্বাদ নিতে এসেছি”।

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। সওকত মোল্লাকে দরাজ সার্টিফিকেট দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “সওকতকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। ও খুব মন দিয়ে কাজ করে। আমি ওকে খুব ভালবাসি”।

আরও পড়ুন: ১৯৯৯ সালে ভারতের ‘বিশ্বাস’ ভেঙেছিল পাকিস্তান, ২৫ বছর পর ভুল স্বীকার নওয়াজ শরিফের

advertisement

অন্য দিকে, সওকত মোল্লাকে তলব করেছে সিবিআই। সেই নিয়ে দলের বিধায়কের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, “আমি বলে রাখতে চাই সিবিআই অফিসারদের যে মোদিবাবু থাকবেন না। ভোটের আগে এইগুলো করা যায় না। ও বাঘের বাচ্চা এর মত লড়াই করে। আজ দেবরাজকেও ডেকেছে। আমি আসার আগে কমপ্লেইন করে এলাম”।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তৃণমূলের নেতাদের সিবিআই-ইডির তলব নিয়ে বরাবরই আক্রমণাত্মক মমতা, কেন্দ্রের দিকে বার বার আঙুল তুলেছেন যে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। এই দিনও সেই প্রসঙ্গে ঝাঁঝালো আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “লাগাতার ২ মাস ধরে বিজেপি যে ভাবে কুৎসা, আক্রমণ, সিবিআই, ইডি করে যাচ্ছে, বিজেপি বুঝতে পারছে না আগামী দিনে ওরা থাকবে না। আমরা তো অনেক ফ্লেক্সিবল। সংসদটাকে কারাগার করে রেখেছে। সংসদটাকে অন্ধকারে ঢেকে দিয়েছে। সন্ত্রাসের কারাবার করে দিয়েছে”।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: ভোটের মধ্যেই সওকত মোল্লাকে সিবিআই তলব! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল