TRENDING:

Mamata Banerjee: ‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা

Last Updated:

এমনকি, সম্প্রতি প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়েও সরব হন তিনি৷ মমতার কথায়, ‘‘বলেছিল বিনা পয়সায় গ্যাস দেবে, চাল দেবে, চাকরি দেবে গ্যাস বেলুন হয়ে এগুলো আকাশে উড়ছে। উপরন্তু আমাদের ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি শিক্ষকতার, আদালতে মামলা করে কেড়ে নিয়েছে। মধ্যপ্রদেশের ব্যাপম খবর কী? যারা তদন্ত করতে গেল তারা সবাই খুন হল। কী মোদিবাবু মুখ খুলুন!’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বিজেপি-কে একটানা সাঁড়াশি আক্রমণ চালিয়ে যাচ্ছেন মমতা-অভিষেক৷ গত রবিবারই বীরভূমের লাভপুরে প্রচারসভা সেরেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও সন্দেশখালি নিয়ে সরব হয়েছিলেন তিনি৷ সোমবার সিউড়ির সভা থেকেও এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করতে দেখা গেল তাঁকে৷
advertisement

এদিনের বক্তৃতায় ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘ওরা এতটাকা চুরি করেছে। আর যে গরীব মানুষ ১০০ দিনের কাজ করে তাদের টাকা তিন বছর ধরে আটকে রেখেছে। আর গরীব মানুষের টাকা তিন বছর আটকে রেখেছে। রেশনে বিনা পয়সার চাল মা মাটি মানুষের সরকার দেয়। তুমি চাল দিচ্ছো না কাঁকড় দিচ্ছো। রেশনের টাকা আমরা দিচ্ছি। ভেবেছিল রেশন বন্ধ করে দেব। ওদের জব্দ করে দেব।’’

advertisement

পাশাপাশি, বাংলার বাড়ি প্রকল্পের টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা৷ সরব হন এনআরসি নিয়েও৷ সাধারণ মানুষের কাছে তাঁদের মতামতও জানতে চান৷

আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন

এমনকি, সম্প্রতি প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়েও সরব হন তিনি৷ মমতার কথায়, ‘‘বলেছিল বিনা পয়সায় গ্যাস দেবে, চাল দেবে, চাকরি দেবে গ্যাস বেলুন হয়ে এগুলো আকাশে উড়ছে। উপরন্তু আমাদের ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি শিক্ষকতার, আদালতে মামলা করে কেড়ে নিয়েছে। মধ্যপ্রদেশের ব্যাপম খবর কী? যারা তদন্ত করতে গেল তারা সবাই খুন হল। কী মোদিবাবু মুখ খুলুন!’’

advertisement

এর পরেই মমতা মুখে উঠে আসে সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রসঙ্গ৷ বিজেপি-কে নিশানা করে মমতা বলেন, ‘‘মেয়েদের কাছে টাকা নয়, আত্মসম্মান অনেক বেশি। সব পরিকল্পনা করেছিল। সন্দেশখালির পরিকল্পনা কেমন করেছিল দেখলেন তো। মেয়েদের প্ল্যান করে অপমান করেছে।’’

আরও পড়ুন:‘যেমন সিপিএমকে উৎখাত করেছিলাম,’ সন্দেশখালি টেনে বিজেপি-কে জোরাল হুঁশিয়ারি মমতার, যা বললেন মমতা

advertisement

সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আড্ডার ছলে প্রশ্নকর্তাকে জবাব দিচ্ছেন গঙ্গাধর কয়াল। সেই কথোপকথনে বার বার উঠে এসেছে শুভেন্দুর নাম। গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে, ‘‘এই আন্দোলন (সন্দেশখালির আন্দোলন) এত দিন টিকে আছে কেন? তিনটে ছেলে এ দিক-ও দিক যাচ্ছে, গোটা বিষয়টা পরিচালনা করছে। শুভেন্দুদার আমাদের উপরে আস্থা আছে। শুভেন্দুদা এক বার ঘুরে গিয়েছে, তাতেই আন্দোলন এখনও দাঁড়িয়ে রয়েছে।’’ ভিডিয়োয় গঙ্গাধরের ‘স্বীকারোক্তি’, ‘‘শুভেন্দুদা টাকা আর মোবাইল ফোন দিয়ে গিয়েছেন। কারণ, এই ধরনের কাজ খালি হাতে হয় না।’’ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: ‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল