প্রচারে বেরিয়ে তাপস রায়কে নিয়েও তেমন আক্রমণাত্মক হতে দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু উত্তর কলকাতার মানুষ ভরসা রেখেছন তাপস রায়ের উপর। ২০০৯ সাল থেকে উত্তর কলকাতার উত্তর তাপস রায়। চতুর্থ রাউন্ড পর্যন্ত গণনার শেষে ২৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য অনেকটাই পিছিয়ে রয়েছেন। এ বার জিতলে পাঁচ বারের সাংসদ হতে পারেন সুদীপ। কলকাতা বরাবরই তৃণমূলের গড়, এ বারও বজায় থাকতে পারে সেই ধারা।
advertisement
রাজ্যেও খুবই ভাল ফল করছে তৃণমূল। এখনও পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটের ফলের পরে ইন্ডিয়া জোটের পাশে থাকবে তৃণমূল। পূর্ণ ফল প্রকাশ হলে কী হয় সেটাই দেখার।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 04, 2024 2:56 PM IST
