বর্ধমান শহরের বোরহাট এলাকার বাসিন্দা সুকৃতি ঘোষালের বয়স ৬৩ বছর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে এম এ এবং পি এইচ ডি করেন তিনি।
আরও পড়ুন : PhD করতে চান? আইআইটি খড়গপুর দিচ্ছে দারুণ সুযোগ! দেখে নিন বিস্তারিত
হুগলির রবীন্দ্র মহাবিদ্যালয় ও হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে অধ্যাপনা করেন তিনি। ৮ বছর বর্ধমান শহরে মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। ২০২০ সালে ওই পদে থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তারপর রি-এমপ্লয়মেন্ট স্কিমের অধীনে হাওড়ায় নবগঠিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের কর্ম সচিব হিসেবেও কাজ করেছিলেন তিনি। বর্তমানে সেখান থেকেও অবসর নিয়েছেন।
advertisement
আরও পড়ুন : দোল খেলতে খেলতে চোখে রং ঢুকে গেলে কী করবেন? রইল কিছু সহজ টিপস
ছাত্র রাজনীতির মধ্য দিয়ে পার্টিতে প্রবেশ করেন সুকৃতি ঘোষাল। পরে অধ্যাপক আন্দোলনে যুক্ত হন। বর্তমানে একটি দলীয় পত্রিকার প্রকাশনার দায়িত্বে রয়েছেন তিনি।
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় প্রথমদফায় ৬ জনের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আরও চার জন প্রার্থীর নাম ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ফলে, সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলার ৪২ টি আসনের মধ্যে ২১ টিতে প্রার্থী ঘোষণা করল বামেরা।
প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি। এই দফায় শুধুমাত্র সিপিএমের প্রার্থীদের নামই ঘোষিত হয়েছে। অন্য কোনও শরিক দলের কোনও প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি।
এদিন তালিকা ঘোষণার পর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল বলেন, “ছাত্র অবস্থা থেকেই জাতীয় রাজনীতির প্রতি আগ্রহ ছিল। আমি আমার মতো করে তা বিশ্লেষন করেছি। সিপিএমের মতো দলের প্রার্থী হওয়া সম্মানের। দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করব। দলীয় কর্মীদের পাশে থাকব। দল জয়ের কথা ভেবেই আমাকে প্রার্থী করেছে। জেতার ব্যাপারে আমি যথেষ্টই আশাবাদী।” এখানে তৃণমূলের প্রার্থী হিসাবে রয়েছেন কীর্তি আজাদ।
শরদিন্দু ঘোষ
