TRENDING:

Mamata Banerjee on PM Modi: 'আগে গ্যারান্টি দাও, দেশ বেচবে না!', মোদিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

Last Updated:

Mamata Banerjee on PM Modi: তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘‘মোদীকে বলুন দেশ বেচবে না। দেশ বাঁচাবে এই গ্যারান্টি আগে দাও’’। এদিন মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেন, বাংলা সরকার তার কথা শোনে না। কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর? মানুষের যে সুবিধা হবে আমি সেটাই করব। নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের পরিষেবা সুবিধার।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মমতা বন্দোপাধ‍্যায়। এনআইএ এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।
'আগে গ্যারান্টি দাও, দেশ বেচবে না!', মোদিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা
'আগে গ্যারান্টি দাও, দেশ বেচবে না!', মোদিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা
advertisement

তৃণমূলনেত্রীর এদিন বলেন, ‘‘মোদীকে বলুন দেশ বেচবে না। দেশ বাঁচাবে এই গ্যারান্টি আগে দাও’’। মুখ‍্যমন্ত্রীর কথায়, ‘‘প্রধানমন্ত্রী বলেন, বাংলা সরকার তাঁর কথা শোনে না। কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর? মানুষের যে সুবিধা হবে আমি সেটাই করব। নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের পরিষেবা সুবিধার।’’

দক্ষিণ দিনাজপুরে মমতা বন্দোপাধ‍্যায়ের ঘোষণা, ‘‘মোদীর গ্যারান্টি কি? ৫ বছর ধরে গ্রেফতার কর। সবাই চোর আর উনি সাধু। ওনার দলে যে গদ্দাররা আছে তারা এক একটা চোর। চকলেট বোম পাঠালেও গ্রেফতার করছে।’’

advertisement

আরও পড়ুন: আসছে কালবৈশাখী! বজ্রবিদ‍্যত্‍-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন রাজ‍্যে? তাপপ্রবাহ কমবে কি? আবহাওয়ার বড় আপডেট

মুখ‍্যমন্ত্রীর কথায়, ‘‘পুরো উত্তরবঙ্গের জেলা আছে একাধিক। রায়গঞ্জে মেডিক্যাল কলেজ থেকে শিল্প করিডর-সহ নানা কাজ করা হয়েছে। পাশাপাশি সরকার একাধিক ভাতা বৃদ্ধি করেছে। যিনি এখানে বিজেপি থেকে জিতেছিলেন। মন্ত্রী হয়েছিলেন, তিনি কোন কাজটা করেছেন?’’

advertisement

প্রধানমন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণের সুরে বলেন, ‘‘মোদীর গ্যারান্টি হল ছবি। আর আমাদের গ্যারান্টি হল মা মাটি মানুষ। আমি তো ক্ষুদ্র কর্মী। মোদীকে বলুন দেশ বেচবে না। দেশ বাঁচাবে এই গ্যারান্টি আগে দাও।’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্র সরকারের গ‍্যাসের দাম কমানো নিয়ে কটাক্ষ করেন মুখ‍্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘গ্যাসের দাম বাড়িয়েছে এক হাজার টাকা। ভোট আসলে গ্যাসের দাম ২০০ টাকা কমবে। ভোট মিটলে আবার গ্যাস বেলুনের মতো উড়ে যাবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee on PM Modi: 'আগে গ্যারান্টি দাও, দেশ বেচবে না!', মোদিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল