১) ভোটকেন্দ্র নিচু তলায়(ground floor) করতে হবে।
২) কোনও ভোটারকে ২ কিলোমিটারের বেশি ভোট দিতে হাঁটতে হবে না তার ব্যবস্থা। একমাত্র পাহাড়ি এলাকা ক্ষেত্রে দূরত্ব একটু বেশি হতে পারে বা জঙ্গলময় এলাকায়।
৩) প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস।
advertisement
আরও পড়ুন: মোবাইল থেকেই? খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণ! বিকট আওয়াজে ছিটকে পড়ল তিন শিশু! তারপর যা হল…
৪) ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের জন্য টেবিল, চেয়ার ও বেঞ্চ রাখতে হবে। বসার ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী, অন্তঃস্বত্ত্বা ও প্রবীণ ভোটারদের জন্য।
৫) ভোটার লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য মাথার উপর আচ্ছাদন থাকবে।
৬) অনেক মা শিশুদের নিয়ে ভোট দিতে যান। ওই শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য প্রতি ভোট কেন্দ্রে এক জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। সম্ভব হলে রাখতে হবে আলাদা ঘরের ব্যবস্থা।
কোনও ব্যক্তির ‘সান স্ট্রোক’ হলে কমিশনের পরামর্শ:
১) ঠান্ডা জায়গায় ওই ব্যক্তিকে শুইয়ে দিতে হবে। মাথায় জল ঢালতে হবে। ওই ব্যক্তির ঘর্মাক্ত জামাকাপড় পরিষ্কার করতে হবে।
২) ওআরএস বা ওই ধরনের কোনও পানীয় খাওয়াতে হবে।
৩) পরিস্থিতি আশঙ্কাজনক হলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করাতে হবে।