দীর্ঘদিন ধরেই নানা রকম অসুখবিসুখে ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরডেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সম্প্রতি কিডনির সমস্যাও শুরু হয়েছিল তাঁর। সমস্যা গুরুতর হওয়ায় কিডনি ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছিলেন তাঁর চিকিৎসকেরা। সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ছিল সেই অস্ত্রোপচার।
advertisement
এদিন বাবা লালুপ্রসাদকে নিজের একটি কিডনি ডোনেট করলেন তাঁর সিঙ্গাপুরবাসী কন্যা রোহিনী আচার্য। লালুপ্রসাদের অস্ত্রোপচার হওয়ার আগে সোমবারই অস্ত্রোপচার হয় রোহিনীর।
এদিন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পরে বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বী যাদব ট্যুইট করেন, "সফলভাবে অস্ত্রোপচার হওয়ার পরে বাবা-কে আইসিইউ-য়ে শিফ্ট করানো হয়েছে। দিদি এবং বাবা দুজনেই সুস্থ আছেন।"
আরও পড়ুন: আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের চিহ্নিত কী ভাবে? জেলাগুলিকে ১৫ দফা গাইডলাইন নবান্নের
পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কারণে জামিনে মুক্ত রয়েছেন। চলতি বছরের গোরার দিকেও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন লালু। কিন্তু, সেই সময় বিদেশে থাকার সরকারি সময়সীমা ফুরিয়ে আসায় তাঁকে দেশে ফিরে আসতে হয়। বর্তমানে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশনের জন্য সিঙ্গাপুরেই রয়েছেন তিনি। তাঁর সঙ্গে তাঁর বড় মেয়ে মিসা ভারতীও রয়েছেন।